রাজধানীর কয়েকটি এলাকায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীর কয়েকটি এলাকায় গাছপালা ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। এতে যানবাহনসহ বেশকিছু স্থাপনা ক্ষতিগ্রস্তও হয়েছে।
তবে, কেউ হতাহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে বলেন, রাজধানীর বেশকিছু এলাকায় গাছ ভেঙে পড়েছে। এখন পর্যন্ত সড়ক থেকে ১৮টি গাছ সরানো হয়েছে।
গ্রিন রোডে আইবিএ হোস্টেলের সামনে একটি ও পানি ভবনের পাশে আরেকটি গাছ ভেঙে পড়ায় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাছ উপড়ে পড়ে পানি ভবনের পাশের দেয়াল ভেঙে একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত পান্থপথ থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল।
রাজধানীর গুলশান, উত্তরা, মহাখালী, হাতিরঝিলসহ বিভিন্ন স্থানেই সড়কে গাছ ভেঙে পড়েছে।
বিভিন্ন সড়কে যানজট কিংবা ধীরগতিতে যানবাহন চলতে দেখা গেছে।
এতে যাত্রীদের, বিশেষ করে যারা অফিস থেকে ফিরছেন তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাজধানীতে গণপরিবহন কম থাকায় সাধারণ মানুষকে দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আবার কেউ কেউ পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন।
যদিও তাদের অনেকের হাতেই ছাতা আছে, তবে দমকা হাওয়ার কারণে বৃষ্টিতে ছাতা খুব বেশি সুরক্ষা দিতে পারছে না।
Comments