দর্শকরা আমাকে ধরে কান্না করেছেন: দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত 'জংলি' সিনেমা মুক্তি পেয়েছে এবারের ঈদে। এই সিনেমা এখনো দর্শকদের চাহিদায় রয়েছে। দেশের বাইরেও মুক্তি পাচ্ছে চলতি মাসে।

'জংলি' সিনেমাসহ অন্যান্য বিষয় নিয়ে দীঘি আজ কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

এই অভিনেত্রী বলেন, অনেক বছর পর এই ঈদে খুব ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে। বেশিরভাগ সিনেমা ভালো চলছে। দর্শকরা বেশ সাড়া দেখিয়েছেন। এটি অনেক আনন্দের বিষয়। একজন অভিনয়শিল্পী হিসেবে আমার খুব ভালো লাগছে বিষয়টি। অনেক বছর পর এক ঈদের সবগুলো সিনেমা সুন্দর হয়েছে। সবগুলো সিনেমা সবাই দেখছেন।

'জংলি গল্প-নির্ভর সিনেমা। মানুষ দেখছেন। চক্কর ৩০২ থ্রিলার সিনেমা হিসেবে ভালো। বরবাদ তার মতো করেই ভালো। দাগি যদিও দেখিনি, কিন্তু এটিও মানুষ দেখছেন। জংলি তার মতো ভালো', বলেন তিনি।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

নিজের অভিনীত সিনেমা কতবার হলে গিয়ে দেখেছেন, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, একবার দেখেছি পুরো টিমের সঙ্গে। আরেকবার দেখেছি পরিবারের সঙ্গে। এছাড়া, হল ভিজিট করতে গিয়ে একটু একটু করে অনেকবার দেখেছি। যতবার দেখেছি ভালো লেগেছে।

'জংলি' দেখার পর অভিজ্ঞতা কেমন হয়েছে, প্রশ্নের জবাবে দীঘি বলেন, হলে যতবার গিয়েছি, ততবার দর্শকদের চোখে পানি দেখেছি। দর্শকরা আমাকে ধরে কান্না করেছেন। কোনো কোনো দর্শক বলেছেন নুপুরকে ভালো লাগছে।

লায়ন সিনেমা হলে 'জংলি' দেখার স্মৃতি শেয়ার করে তিনি বলেন, শো শেষ হওয়ার পর দর্শকরা আমাকে দেখে বলেছেন, নুপুর ঠিক করেনি। এই কথাটি আমার মনে থাকবে। তার মানে দর্শকদের ভালো লাগা থেকেই বলেছেন।

এক প্রশ্নের জবাবে দীঘি বলেন, সিনেমা দেখার পর মানুষের এত ভালো অনুভূতি প্রকাশ অনেকদিন দেখিনি। সেটি জংলি সিনেমার ক্ষেত্রে দেখেছি। দেখুন, যারা সিনেমা দেখতে এসেছেন, বেশিরভাগই অপরিচিত। কিন্তু জংলির জন্য তাদের দরদ, ভালোবাসা, একাত্মতা আমাকে আপ্লুত করেছে।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

এই সিনেমার নায়ক সিয়াম আহমেদ সম্পর্কে দীঘি বলেন, সিয়াম একজন দুর্দান্ত অভিনেতা। কাজের প্রতি দায়বদ্ধতা আছে। ডেডিকেশন আছে। একটি সিনেমার জন্য অনেক কষ্ট করতে পারেন। যখন সেটে থাকি তখন সবার খোঁজ নেন। একজন মানুষও না খেয়ে আছেন কি না, তার খোঁজও নেন। আমার শট নেওয়ার সময়ও কাছাকাছি থাকতে দেখেছি। তার মানে সিনেমার প্রতি তার ভালোবাসা আছে বলেই সবার প্রতি মনোযোগী।

নতুন সিনেমার বিষয়ে এই অভিনেত্রী বলেন, নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে। কোনোটাই চূড়ান্ত হয়নি। এখনো ঘোষণা দিইনি। সবকিছু চূড়ান্ত হলেই ঘোষণা দেবো।

Comments

The Daily Star  | English

Neonatal mortality still high at 20 per 1,000 births

A recent study has raised concerns about their current condition, revealing operational issues that could threaten future progress.

13h ago