‘সাড়া পাব ভেবেছিলাম, কিন্তু এতটা পাব প্রত্যাশা ছিল না’

মেহজাবীন
‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন। ছবি: সংগৃহীত

মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা 'প্রিয় মালতী' মুক্তি পেয়েছে গত ডিসেম্বরে। মুক্তির দিন ২০টি হল পেয়েছিল সিনেমাটি। মুক্তির দুই সপ্তাহ পর শো বাড়ল শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই সিনেমা।

দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন মেহজাবীন। তিনি বলেন, মুক্তির দুই সপ্তাহ পর শো বাড়ল, এটা অনেক আনন্দের খবর। ভালো লাগছে জেনে।

এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, এতটা পজিটিভ সাড়া পাব ভাবিনি। সাড়া পাব ভেবেছিলাম, কিন্তু এতটা পাব প্রত্যাশা ছিল না। সবাই পজিটিভ 'প্রিয় মালতী' নিয়ে।

মেহজাবীন
ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, শিল্পীরা যেমন পজিটিভ, একইভাবে দর্শকরাও পজিটিভ মন্তব্য করেছেন। তারা ভূয়সী প্রশংসা করেছেন। প্রথম সিনেমা হিসেবে আমি খুশি।

অপর এক প্রশ্নের জবাবে মেহজাবীন বলেন, দর্শকদের প্রতিক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তারা যেসব কথা বলেছেন, তাতে আমি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারব না। সবার কাছে আমার কৃতজ্ঞতা। ভীষণভাবে কৃতজ্ঞ আমি।

'প্রিয় মালতী' নিয়ে অনেক প্রচারণা চালাচ্ছেন মেহজাবীন। প্রেক্ষাগৃহে যেমন গিয়েছেন, গিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানেও। এখনো তা অব্যাহত আছে। মুক্তির দুই সপ্তাহ পরও আজ রাজধানীর একটি প্রেক্ষাগৃহে যাবেন তিনি।

বিষয়টি নিয়ে বলেন, আরও কিছু পরিকল্পনা আছে প্রেক্ষাগৃহে যাওয়ার। পুরো টিমই যাব আশা করছি। সেই ধারাবাহিকতায় আজ রাতেও একটি প্রেক্ষাগৃহে একটি শোতে অংশ নেব।

সহশিল্পীদের কাছ থেকে অসংখ্য মতামত পেয়েছেন। কার মন্তব্য বেশি ছুঁয়ে গেছে? জানতে চাইলে মেহজাবীন বলেন, এককভাবে নয়, সবার মন্তব্য আমাকে ছুঁয়ে গেছে। আমি তাদের ভালোবাসায় আপ্লুত। আমি চিরদিন মনে রাখব।

১৫ বছর ধরে শোবিজের সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী মেহজাবীন। ১৫ বছরের প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে বলেন, মানুষের ভালোবাসা।

প্রিয় মালতীর গল্প নিয়ে এই অভিনেত্রী বলেন, প্রিয় মালতী আমাদের গল্প। আমাদের জীবনের গল্প। একেবারেই মৌলিক গল্প।

মেহজাবীন
ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

পরিচালক সম্পর্কে মেহজাবীন বলেন, পরিচালক যত্ন করে সিনেমাটি বানিয়েছেন। অনেক শ্রম দিয়েছেন। আমরা যারা অভিনয় করেছি, তারাও শতভাগ শ্রম ও ভালোবাসা দিয়েই কাজটি করেছি। তা ছাড়া টিমটাও সুন্দর ও পরিপাটি ছিল। ভীষণ গোছানো টিম ছিল।

এদিকে মেহজাবীন অভিনীত আরেকটি সিনেমা 'সাবা' এখনো মুক্তি পায়নি। সম্প্রতি দেশের বাইরে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

Comments

The Daily Star  | English

UN report on mass uprising: What lies ahead for AL?

Find out more with Tanim Ahmed in today's Star Explanations

1h ago