চলচ্চিত্র পরিচালক আজাদী হাসনাত ফিরোজ মারা গেছেন

আজাদী হাসনাত ফিরোজ। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র পরিচালক আজাদী হাসনাত ফিরোজ মৃত্যুবরণ করেছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'আজাদী হাসনাত ফিরোজ ছিলেন প্রেমের সিনেমার পরিচালক। শাবনূরকে নিয়েই ১০টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। আজ মঙ্গলবার সকালে পাবনায় তাকে সমাহিত করা হয়েছে।'

গত ২৯ নভেম্বর থেকে রাজধানীর একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই পরিচালক। 

আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'কাজের মেয়ে', 'সবার উপরে প্রেম', 'বউ শাশুড়ির যুদ্ধ', 'ফুলের মতো বউ', 'রসের বাইদানী', 'ঘরের লক্ষ্মী' ও 'স্বামী নিয়ে যুদ্ধ'।

Comments

The Daily Star  | English

An early taste of Trump tariffs

Trump kicked off his second term with a whirlwind of mixed messages about his trade policies

3h ago