শাবনূরকে নিয়ে সিনেমা, মাহফুজ বললেন ‘প্রাথমিক আলোচনা হয়েছে’

শাবনূর ও মাহফুজ আহমেদ। ছবি: সংগৃহীত

একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নায়িকা শাবনূর এবং নায়ক মাহফুজ আহমেদ জুটি হয়ে নতুন সিনেমা করতে যাচ্ছেন, এমন খবর শোবিজে ঘুরে বেড়াচ্ছে।

দুজনে একসঙ্গে যে সিনেমাটি করবেন, তার নাম 'মাতাল হাওয়া'- এটাও শোনা যাচ্ছে।

শোবিজের জনপ্রিয় দুই তারকার নতুন সিনেমার বিষয়ে জানতে দ্য ডেইলি স্টার কথা বলেছে অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে। 

তিনি বলেন, 'শুধু প্রাথমিক আলোচনা হয়েছে, কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা একসঙ্গে বসে কথা বলেছি। সিনেমার নামও চূড়ান্ত হয়নি।'

মাহফুজ আহমেদ আরও বলেন, 'যখন কোনো সিনেমা কিংবা ওয়েব ফিল্মের বিষয়ে চূড়ান্ত করি, তখনই নাম প্রকাশ করি। কিন্তু এখনো সেরকম কিছুই হয়নি। শুধু আলোচনা হয়েছে, তাও প্রাথমিক পর্যায়ে।'

শাবনূর ও মাহফুজ আহমেদ। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, মাহফুজ আহমেদ আট বছর পর সিনেমায় ফিরেছেন। তার অভিনীত 'প্রহেলিকা' সিনেমাটি এ বছর মুক্তি পেয়েছে এবং দর্শকদের কাছে দারুণভাবে প্রশংসা কুড়িয়েছে। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

প্রহেলিকা দেশের সীমানা পেরিয়ে অস্ট্রেলিয়াতেও মুক্তি পায়। সেখানে মাহফুজ আহমেদ উপস্থিত হয়েছিলেন এবং শাবনূর অস্ট্রেলিয়ায় সিনেমাটি দেখে প্রশংসাও করেছেন। তখনই শোনা গিয়েছিল শাবনূর ও মাহফুজ একসঙ্গে সিনেমা করতে পারেন।

আজ রোববার নায়িকা শাবনূরের জন্মদিন। তিন বছর পর দেশে ফিরেছেন তিনি। তার জন্মদিনেই নতুন সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। যদিও পুরোপুরি সত্যতা মেলেনি।

Comments

The Daily Star  | English
Motorcycle sales in the last 6 years

Motorcycle sales hit five-year low

Interestingly, the premium motorcycle segment bucked the trend, showing significant growth in 2024.

12h ago