আমার কাছে গল্প ও চরিত্রই প্রধান: মিম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। তবে, নিজ দেশে নয়। ভারতের কলকাতায় মুক্তি পাচ্ছে 'মানুষ' নামে নতুন একটি সিনেমা।
'মানুষ' সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দর। অবশ্য আগেও জিতের বিপরীতে সিনেমা করেছেন মিম, যা বেশ আলোচিতও হয়েছিল। তাই নতুন সিনেমা নিয়ে মিম দারুণ আশাবাদী।
এ প্রসঙ্গে দ্য ডেইলি স্টারকে মিম বলেন, 'কলকাতায় নতুন সিনেমা মুক্তি পাচ্ছে এটা আনন্দের খবর। নতুন সিনেমা মুক্তি মানেই নতুন ধরনের ভালো লাগা কাজ করে। আমারও তাই হচ্ছে। ভীষণ আশাবাদী আমি নতুন সিনেমা নিয়ে।'
মিম আরও বলেন, 'মানুষ' সিনেমার গল্পটা দারুণ। দর্শকদের ভালো লাগবে। আমি চাই দর্শকরা হলে গিয়ে 'মানুষ' দেখুক।
জিতের সঙ্গে অভিনয়ের বিষয়ে তিনি বলেন, 'তার সঙ্গে আগেও সিনেমা করেছি। খুব ভালো লেগেছে তার সাথে কাজ করে। জিত মানুষ হিসেবেও ভীষণ ভালো।'
আর কোনো নতুন সিনেমা আসছে কি না জানতে চাইলে মিম বলেন, 'স্ক্রিপ্ট তো পাচ্ছি। অনেক স্ক্রিপ্ট আসছে। সেগুলো পড়ছি। মনের মতো হলেই কাজ করব।'
কী ধরনের সিনেমায় অভিনয় করতে চান—জানতে চাইলে জবাবে তিনি বলেন, 'গল্প, চরিত্র সবার আগে প্রাধান্য পাবে আমার কাছে। এভাবেই এগোচ্ছি। সবসময় চাই ভালো ভালো সিনেমায় অভিনয় করতে।'
গত বছরটা মিমের জন্য খুব ভালো গেছে। 'পরাণ' ও 'দামাল' দুটো সিনেমা তাকে এনে দিয়েছে ব্যাপক প্রশংসা ও দর্শকদের ভালোবাসা। বিশেষ করে 'পরাণ' তুমুল সাড়া ফেলেছিল গতবছর। এ বছর মুক্তি পেয়েছে 'অন্তর্জাল'।
এছাড়া চলতি বছর একটি ওয়েব সিরিজে অভিনয় করেও বেশ আলোচিত হয়েছেন তিনি।
মিম বলেন, 'দর্শকরা সবসময় ভালো গল্প পছন্দ করেন। "মিশন হান্টডাউনে"র গল্পটা ভালো ছিল।'
গত ১০ নভেম্বর ছিল মিমের জন্মদিন। জন্মদিন কেমন কাটলো জানতে চাইলে মিম বলেন, 'দিনটি আমি ও সনি মিলে সুন্দর করে কাটিয়েছি। দিনটি ছিল আমার জন্য বিশেষ। তবে, মা-বাবা দেশে নেই। তাদের মিস করেছি খুব। তাদের কথা মনে পড়েছে।'
জীবন কতটা সুন্দর—প্রশ্নের উত্তরে মিম বলেন, 'জীবন ভীষণ সুন্দর। সত্যিই জীবন সুন্দর।'
'দিগন্তে ফুলের আগুন' নামের নতুন সিনেমায় অধ্যাপিকা পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মিম। সরকারি অনুদানের সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
Comments