ট্রেলারে রহস্য ছড়ালেন জয়া আহসান

ট্রেলারে রহস্য ছড়ালেন জয়া আহসান
ছবি: ট্রেলার থেকে

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কলকাতার সিনেমা 'দশম অবতার'-এর ট্রেলার মুক্তি পেয়েছে আজ রোববার সকালে।

৩ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারে জয়া আহসানের দেখা মিলল। তার হাত ধরেই অপরাধীর খোঁজ পায় পুলিশ। বাঁক নিল তদন্তের মোড়। কখনো পুলিশের প্রেমিকা আবার কখনো স্ত্রী রূপে দেখা গেল তাকে। নানা অবতারে ছড়িয়েছেন রহস্য।

২০১১ সালের পর ২০২৩, আবারও প্রবীর রায় চৌধুরী হয়ে ফিরলেন প্রসেনজিৎ। বিজয় পোদ্দার হয়েছেন অনির্বাণ। আর অভিনেতা যিশু এসেছেন ঈশ্বরের আরেকটি রূপে।

১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার'। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমার ট্রেলার যেমন চমক দিল তেমনই ফেরাবে নস্টালজিয়া। টানটান রহস্যের গন্ধ পাওয়া গেল ট্রেলার থেকে। 

এ ছাড়া রয়েছে রূপম-অনুপমের কণ্ঠে দুই গানের ঝলক।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

1h ago