ঘুম থেকে উঠে ভীষণ সারপ্রাইজড হয়েছি: মেহজাবীন

মেহজাবীন। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী তিনি। তার দর্শকপ্রিয়তা চোখে পড়ার মতো। সাববীল অভিনয় পছন্দ করেন অসংখ্য দর্শক, তিনি মেহজাবীন। 

একটা সময় শহুরে চরিত্রে অভিনয় করলেও এখন যেকোনা চরিত্রে মানিয়ে যান অনায়াসে। গ্ল্যামারাস ও নন গ্ল্যামারাস সব চরিত্রে নিখুঁত অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন।

অন্যদিকে নাটকের বাইরে মেহজাবীন ওয়েব সিরিজে অভিনয় করেও সাড়া ফেলেছেন। তার অভিনীত সবগুলো ওয়েব সিরিজ আলোচিত হয়েছে। তার অভিনীত সবশেষ 'দ্য সাইলেন্স' তাকে নতুন করে আলোচনায় এনেছে।

তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর আজ জন্মদিন (১৯ এপ্রিল)। বিশেষ দিনটি সম্পর্কে তিনি বলেন, 'আজ ঘুম থেকে উঠে একটি ভিডিও দেখে খুব সারপ্রাইজড হয়েছি। খুব ইমোশনাল হয়ে পড়েছি। এই ভালো লাগাটা সত্যি আমার জন্য অন্যরকম ও বিশেষ।'

মেহজাবীন আরও বলেন, 'আমার ফ্যানরা, যাদের বয়স খুব বেশি নয়, এসএসসি পরীক্ষা দিয়েছে, কেউ দেবে, এইরকম একটি বয়সে তারা যে কাজটি করেছে তাতে আমি মুগ্ধ, খুশি ও ইমোশনাল। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তারা আমার জন্মদিন উপলক্ষে পবিত্র শবে কদরের রাতে মানুষকে সেহরি খাইয়েছে। এই ভিডিওটি সকালবেলা আমার জন্মদিনের অন্যতম সেরা সারাপ্রাইজ। ওরা যে সুন্দর পারিবারিক শিক্ষাটা পেয়েছে তা আমাকে মুগ্ধ করেছে।'

জন্মদিনে আজ বাসায় আছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টারখ্যাত এই জেনারেশনের তারকা মেহজাবীন। কাছের মানুষেরা শুভেচ্ছা যানাচ্ছেন। পরিবারের সদস্যরাও উইশ করছেন। দিনের যে কোনো সময় কাছের বন্ধুরা আসবেন। তাদের সঙ্গে দিনটির আনন্দ ভাগ করে নেবেন'– এমনটিই জানিয়েছেন তিনি।

জন্মদিন মানেই তো একটি বছর চলে যাওয়া? কেমন লাগে ভাবতে? এই প্রশ্নের জবাবে মেহজাবীন বলেন, 'সত্যি কথা বলতে ভালো ও খারাপ দুটোই লাগে। একটি বছর জীবন থেকে চলে যাওয়া তো কম নয়। কিন্ত, আমি সব সময় পজেটিভ ভাবনার মানুষ। সবকিছু পজেটিভভাবে দেখি। সুন্দরভাবে দেখি।'

অসংখ্য মানুষ আপনাকে ভালোবাসে, আপনার অভিনয় পছন্দ করে? এই প্রশ্নের জবাবে মেহজাবীন বলেন, 'সত্যি বলছি, আমার মনে হয় আমি কি এমন করেছি যার জন্য এত মানুষ আমাকে ভালোবাসে? তেমন কিছু তো করতে পারিনি এখনো? মানুষের ভালোবাসায় আমি প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে পড়ি। সব সময় ভাবি সবার ভালোবাসার প্রতিদান যেন দিতে পারি ভালো অভিনয় দিয়ে।'

এদিকে প্রচণ্ড ব্যস্ত এই অভিনেত্রীর প্রত্যেক বছর ঈদের সময় অনেকগুলো নাটক প্রচারিত হলেও এবারের ঈদে তার অভিনীত কোনো নাটক প্রচারিত হচ্ছে না। এই ঈদের জন্য কোনো নতুন নাটকে তিনি অভিনয় করেননি।

এমন সিদ্বান্তের কারণ কি? গল্পটা শোনা যাক মেহজাবীনের মুখ থেকে। তিনি বলেন, 'কাজ করব না তা কিন্তু নয়। অভিনয় অবশ্যই করব। একটু বিরতি নেওয়া ঈদের নাটক থেকে। আমি মনে করি ভালো কিছুর জন্য একটু বিরতি নেওয়া যেতেই পারে। সবাই আশীর্বাদ করবেন ও ভালোবাসায় রাখবেন যেন আরও বেটার কিছু নিয়ে ফিরতে পারি।'

অন্যদিকে ভক্তদের জন্য এবং যারা তার অভিনয় পছন্দ করেন, সবার প্রতি  কৃতজ্ঞতা জানিয়েছে তিনি বলেন, 'সবার প্রতি আমি কৃতজ্ঞ। যারা আমার অভিনয় পছন্দ করেন, আমার কাজ ভালোবাসেন।'

 

Comments

The Daily Star  | English

Musk keen on launching Starlink in Bangladesh

Elon Musk, head of the US Department of Government Efficiency, yesterday said he is looking forward to launching Starlink in Bangladesh

33m ago