গানে অস্কার জিতল ‘নাটু নাটু’

আরআরআর, নাটু নাটু, অস্কার, এসএস রাজামৌলি,
ছবি: সংগৃহীত

এসএস রাজামৌলির সিনেমা 'আরআরআর' সিনেমার 'নাটু নাটু' গানটি ৯৫তম অস্কার আসরে সেরা মৌলিক  গানের পুরস্কার জিতেছে।

ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেলেগু ভাষায় গানটি কম্পোজ করেছেন সংগীত পরিচালক এমএম কিরাভানি। গানটি লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ এবং কণ্ঠ দিয়েছেন, রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব।

মৌলিক স্কোর হিসেবে পুরস্কার পেয়েছে গানটি। আজ সকালেই এই গানে পারফর্ম করে অস্কার মঞ্চ মাতিয়েছেন এনটিআর জুনিয়র এবং রামচরণ।

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest suggested change to promotion criteria for deputy secy post

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

1h ago