এবার নুসরাত ফারিয়ার ‘খেলা হবে’

রাজ চক্রবর্তী, কলকাতা, খেলা হবে, নুসরাত ফারিয়া,
নুসরাত ফারিয়া। ছবি: স্টার

কলকাতার রাজ চক্রবর্তী পরিচালিত 'প্রলয়' সিনেমার সিক্যুয়াল 'আবার প্রলয়'-এর আইটেম গানে থাকছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। প্রায় ছয় শতাধিক আর্টিস্টের সমন্বয়ে 'খেলা হবে' আইটেম গানটি আয়োজন করা হবে বলে জানা গেছে।

নুসরাত ফারিয়া বলেন, 'অনেক বড় আয়োজনে গানটির শুটিং হবে। এর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। আমার বিশ্বাস, 'খেলা হবে' গানটি ২ বাংলার মানুষ অনেক পছন্দ করবেন।'

নুসরাত ফারিয়া বর্তমানে অনম বিশ্বাস পরিচালিত 'ফুটবল ৭১' সিনেমার শুটিং করেছেন। কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে 'বিবাহ অভিযান ২' সিনেমাটি।

এদিকে, ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে ব্যবসায়ী রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় এই অভিনেত্রীর। ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। কিন্তু, সম্প্রতি তাদের ৯ বছরের পরিচয় ও প্রেম ভেঙে যায়।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

38m ago