৪ দশক পর বিটিভির পর্দায় ‘হীরামন’

ছবি: সংগৃহীত

৪ দশক পরে আবারও বিটিভির পর্দায় ফিরছে আলেখ্য অনুষ্ঠান 'হীরামন'। আগামীকাল রোববার থেকে বিটিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। হীরামনের প্রতিটি পর্ব দেশের বিভিন্ন অঞ্চলের লোকগাথা অবলম্বনে নির্মিত।

'হীরামন' এর প্রযোজক দ্য ডেইলি স্টারকে জানান, সপ্তাহের রোব, সোম ও মঙ্গলবার এই ৩ দিন রাত ৯ টায় অনুষ্ঠানটি প্রচার হবে।

প্রথম ২৬ পর্বে থাকছে 'রূপবান' ও 'ডালিম কুমার'- এর গল্প। এটির  নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম, এস এম সালাহউদ্দিন, বেলাল হোসেন ও শুভাশীষ দত্ত। জগদীশ এষের পরিকল্পনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহজালাল সরদার শিমুল। ক্রিয়েটিভ ডিরেকশনে আছেন এস এম সালাহ উদ্দিন।

'রূপবান' গল্পে অভিনয় করছেন নাইরুজ সিফাত, ইমতু রাতিশ, টুটুল চৌধুরী, কবির টুটুল, ফারজানা মিহি, তুষ্টি ও তপন হাফিজ। অন্যদিকে 'ডালিম কুমার' গল্পে অভিনয় করছেন এন কে মাসুক, সায়েম সামাদ, সামলি আরা সাইকা, শিশির আহমেদ, মীর আহসান, এস ডি তন্ময়, তাসনিম নিশাত ও শীলা।

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

1h ago