দামাল টিমের আমন্ত্রণে ফুটবল খেললেন তারকারা

‘দামাল’ টিমের আমন্ত্রণে ফুটবল খেলতে ও খেলা দেখতে এসেছিলেন এক ঝাঁক তারকা শিল্পী। ছবি: স্টার

'দামাল' টিমের আমন্ত্রণে ফুটবল খেলতে ও খেলা দেখতে এসেছিলেন এক ঝাঁক তারকা শিল্পী। সিনেমার শুটিং ছাড়া সত্যিকারের ফুটবল খেললেন এই তারকা শিল্পীরা।

ফুটবল খেলেন সিয়াম। ছবি: স্টার

আজ শনিবার রাজধানীতে অনুষ্ঠিত দামাল টিমের সঙ্গে খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।

মাঠে ছিলেন অভিনেতা শরিফুল রাজ। ছবি: স্টার

পেশাদার খেলোয়াড়দের সঙ্গে 'দামাল' টিমের হয়ে খেলেছেন- শরিফুল রাজ, সিয়াম, বিদ্যা সিনহা মিম, সমু চৌধুরী, সৌমিক, সুমিত, সোলায়মান সুখন, আয়মান সাদিক, জামাল ভুঁইয়া, সোহেল মণ্ডল,নাঈমসহ আরও অনেকে।

মঠে উপস্থিত ছিলেন নিপুণ। ছবি: স্টার

গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন- জাহিদ হাসান, ফেরদৌস, রিয়াজ, মোস্তফা সরয়ার ফারুকী, নিপুণ, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

উপস্থিত ছিলেন মানোজ প্রামাণিক। ছবি: স্টার

মুক্তিযুদ্ধের সময়ের ফুটবল দলের ঘটনা নিয়ে রায়হান রাফির পরিচালনায় দামাল সিনেমাটি আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে। এই সিনেমায় অভিনয় করেছেন- শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, মামুন অপু, সামিয়া অথৈ, শাহানাজ সুমী।

Comments

The Daily Star  | English
VAT changes by NBR

NBR revises VAT, SD on 9 items following public outcry 

NBR said it has slashed VAT on ready-made clothes, restaurants, sweets, non-AC hotels and motor workshops and mostly restored to the previous levels

1h ago