চিকিৎসকদের জীবন বাজি রাখার গল্প আছে ‘বীরত্ব’ সিনেমায়
পুলিশ, র্যাব নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। এবার ডাক্তারদের জীবন বাজী রাখার গল্প থাকছে 'বীরত্ব' সিনেমায়। সিনেমায় ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন ইমন। আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ইমন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নবাগত সালওয়া, নিপুণ, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপুসহ অনেকেই। সিনেমাটি প্রযোজনা করেছেন পিংপং এন্টারটেইনমেন্ট।
ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশদের সাফল্য গাঁথা নিয়ে সিনেমা হয়েছে, র্যাবের অভিযান নিয়ে সিনেমা হয়েছে। কিন্তু ডাক্তারি পেশা নিয়ে তেমন কোনো সিনেমা নির্মিত হয়নি। এই সিনেমাটি ডাক্তারদের বীরত্বের গল্প আছে। সেই কারণে দেশের মেডিকেলে কলেজগুলোতে প্রচারণায় যাচ্ছি। দেশের মানুষের সামনে তাদেরকে বীরের মতো উপস্থাপন করা হচ্ছে সেটা জানাচ্ছি।'
তিনি আরও বলেন, 'হাসপাতাল, মেডিকেল কলেজে গিয়ে ডাক্তারদের 'বীরত্ব' সিনেমার গল্প জানানোর চেষ্টা করেছি। অনেক ডাক্তার আমাদের গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।'
সিনেমার পরিচালক সাইদুল ইসলাম রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমায় ডাক্তারদের পজিটিভভাবে তুলে ধরা হয়েছে। সেই কারণে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রচারণা করেছি। সিনেমাটির ট্রেলারে প্রকাশের পর অনেক বেশি সাড়া পাচ্ছি। আশা করি সবাই সিনেমাটি পছন্দ করবে।'
Comments