টাবুর সঙ্গে প্রথম রিহার্সালে ভয় পেয়েছিলাম: বাঁধন

বাঁধন ও টাবু। ছবি: সংগৃহীত

আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রেহানা মরিয়ম নূর সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপরই ভারতীয় পরিচালক বিশাল ভরদ্বাজের খুফিয়া ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। সম্প্রতি মুম্বাইতে খুফিয়া সিনেমার শুটিং শেষে দেশে ফিরেছেন।

খুফিয়াতে বাঁধনের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী টাবু। টাবুর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

বাঁধন বলেন, 'খুফিয়াতে বলিউড অভিনেত্রী টাবুসহ অনেককে সহশিল্পী হিসেবে পেয়েছি। এবারও শেষ অংশের শুটিং করতে গিয়েও টাবুর সঙ্গে অভিনয় করেছি। এবার দেখা হওয়ার পর তিনি বলেছেন, বাঁধন তোমাকে খুব মিস করেছি। আমিও বলেছি, টাবুজি আপনাকেও অনেক মিস করেছি।'

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

'বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করা সত্যিই বিশাল। খুফিয়ায় অভিনয় করে বুঝেছি বড় ডিরেক্টরের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বড় হয়। এমন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে পেরে আমার অভিনয়জীবনকে সমৃদ্ধ হয়েছে। এটা আমার জন্য বড় একটা জার্নি,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'রেহানা মরিয়ম নূরের অভিজ্ঞতা এই জার্নিতে কাজে লাগাতে পারছি। এটা বড় একটি বিষয়। আমি মনে করি আমার শিল্পীজীবন সমৃদ্ধ হয়েছে আমার। বিশাল ভরদ্বাজ, টাবুর সঙ্গে কাজ করে বুঝেছি-মানুষ যত বড় হয় তত নমনীয় হয়, মাটির দিকে নেমে যায়। টাবু ও পরিচালক  অনেক সম্মান দিয়েছেন এবার। আগেরবারও দিয়েছিলেন।'

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

বাঁধন বলেন, 'বলিউডের অন্য ১০ জন নায়িকার মতো নন টাবু। একেবারেই আলাদা, অন্যরকম ও বিনয়ী। তাকে খুব পছন্দ করি। আমাকেও তিনি খুব পছন্দ করেন। একটা ঘটনা বলি, টাবুর সঙ্গে প্রথম রিহার্সাল করার সময় ভয় পেয়েছিলাম। প্রথম দৃশ্য করার সময় সময় হাত-পা কাঁপছিল। উনি সেটা লক্ষ করেন। তারপর সহজ করে দেন। আমাকে আপন করে নেন। খুব কমফোর্ট জোনে নিয়ে যান। বড় শিল্পী বলেই বুঝেছেন একা কখনো ভালো অভিনয় করা যায় না, সহশিল্পীরও ভালো অভিনয়ের প্রয়োজন হয়।'

'টাবুর সঙ্গে দারুণ সখ্যতা গড়ে উঠেছে আমার। তিনি আমাকে কুর্তি উপহার দিয়েছেন। আমি মুগ্ধ হয়েছি। শুটিংয়ে অনেকের জন্য খাবার নিয়ে আসতেন। আমার জন্যও নিয়ে আসতেন। অনেক সুন্দর সময় কেটেছে তার সান্নিধ্যে। রেহানা মরিয়ম নূর দেখে দারুণ কমেন্টস করেছেন। অনেক ভালো লেগেছে আমার,' বলেন বাঁধন।

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'টিম লিডার হিসেবে বিশাল ভরদ্বাজ অসাধারণ। খুফিয়ায় শুটিং করতে গিয়ে বুঝেছি পরিচালক টিম লিডার হিসেবে শতভাগ ভালো। টাবুকে বাংলাদেশে নিমন্ত্রণ করেছি। বলেছেন সময় পেলে অবশ্যই আসবেন। এত বিনয় তার! পরিচয়ের পর অভিনেত্রী চম্পা আপার কথা বলেছেন। চম্পা আপার সঙ্গে  সিনেমা করেছেন। টাবুজি, পরিচালক বিশাল ভরদ্বাজসহ সবাইকে মনে পড়ছে। দেশে ফেরার পর আরও মিস করছি।'

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

14h ago