শিল্পীদের পরিচয়পত্রে নিপুণের স্বাক্ষর অন্যায়: জায়েদ খান
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটির ওপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত। কিন্তু এর মধ্যেই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা নিপুণ।
সম্প্রতি শিল্পী সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে নতুন কয়েকজন অভিনয় শিল্পীকে পরিচয়পত্র দেওয়া হয়। পরিচয়পত্রে সভাপতি হিসেবে স্বাক্ষর করেছেন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেছেন নিপুণ আক্তার।
জায়েদ খান বলেছেন, 'শিল্পী সমিতিতে অবৈধভাবে নিপুণ আবার কার্যক্রম শুরু করেছেন। তিনি মিটিংয়ে অংশ নিচ্ছেন। নতুন কয়েকজন অভিনয় শিল্পীর পরিচয়পত্রে স্বাক্ষর করেছেন যা অন্যায়। আমাদের মামলার এখনো কোনো সমাধান হয়নি। আইন মানা একজন শিল্পীর নৈতিক দায়িত্ব বলে মনেকরি।'
চলতি বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিষয়টি এখন আদালতে আছে। কোনো চূড়ান্ত রায় আসেনি।
Comments