ঈদের মুক্তির মিছিলে আরও ২ সিনেমা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার বাকি আর পাঁচ দিন। এরই মধ্যে এই ঈদে সিনেমা মুক্তির মিছিলে যোগ হলো আরও দুই সিনেমা।

সিনেমা দুটির মধ্যে একটি 'আগন্তুক' এবং অপরটি 'ডার্ক ওয়ার্ল্ড'। সবমিলিয়ে এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি সিনেমা। বাকি তিনটি হলো 'তুফান', 'ময়ূরাক্ষী' এবং 'রিভেঞ্জ'।

পূজা চেরি অভিনীত ও সুমন ধর পরিচালিত 'আগন্তুক' সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, '"আগন্তুক" সিনেমাটি চলতি বছরের ভালোবাসা দিবসে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু শাকিব খানের "দরদ" মুক্তি পাবে জেনে আর মুক্তি দেইনি।'

তিনি বলেন, 'এবার আমাদের আরেক সিনেমা "জংলি" মুক্তি দেওয়ার কথা ছিল। সেটা মুক্তি দিতে না পারায় "আগন্তুক" ঈদে মুক্তি দিচ্ছি। কয়েকটি মাল্টিপ্লেক্সের সঙ্গে আলাপ করেছি। তারা সিনেমাটি প্রদর্শন করবেন বলে জানিয়েছে।'

সিনেমাটিতে পূজা চেরী ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীনসহ অনেকেই।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'ডার্ক ওয়ার্ল্ড' ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা। এই সিনেমায় অভিনয় করেছেন মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানুসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

43m ago