সিনেমা প্রযোজনায় বাঁধন, পরিচালক দিতিকন্যা লামিয়া

বাঁধন ও লামিয়া। ছবি: সংগৃহীত

আজমেরী হক বাঁধনকে দর্শক চেনেন অভিনেত্রী হিসেবে। অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। 'রেহানা মরিয়ম নূর' সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অন্যদিকে 'খুফিয়া' সিনেমা করে বলিউডেও নাম লিখিয়েছেন বাঁধন। বাংলাদেশি অভিনেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছেন বলিউডেও। কলকাতায় অভিনয় করেছেন সৃজিত মুখার্জির পরিচালনায়।

এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন বাঁধন। প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

ঢাকাই সিনেমার এক সময়ের সাড়া জাগানো নায়িকা দিতির মেয়ে লামিয়া প্রথমবার একটি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। সেই সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন বাঁধন।

দ্য ডেইলি স্টারকে বাঁধন বলেন, 'সিনেমা প্রযোজনা করব, এই ভাবনাটি প্রথম কাজ করেছে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার পর। ভেতরের একটা তাগিদ থেকেই বিষয়টি অনুভব করি। ওখানে গিয়ে ভাবছিলাম, একজন প্রযোজক ইচ্ছে মতো গল্প বাছাই করতে পারেন, স্বাধীনভাবে কাজ করতে পারেন, ভালো একটি কাজ করতে পারেন।'

তিনি বলেন, 'তারপর বেশকিছু দিন কেটে গেছে। একদিন দিতি আপার কবর জিয়ারত করতে যাচ্ছিলাম লামিয়া আর আমি। সেদিন লামিয়া তার সিনেমার গল্পটি বলেছিলেন। ভালো লেগে যায় গল্প। তারপর সিদ্ধান্ত নেই সিনেমাটি আমি প্রযোজনা করব।'

দিতিকন্যা লামিয়া সম্পর্কে বাঁধন আরও বলেন, 'লামিয়া ভীষণ মেধাবী। বিদেশে ফিল্মের ওপর পড়াশোনা করেছেন। তার জানা-শোনা অনেক। মানুষ হিসেবেও দারুণ ভালো। নতুন কিছু এবং ভালো কিছু করার চেষ্টা ও আগ্রহ আছে ওর মধ্যে। আমার বিশ্বাস ভালো কিছু করতে পারবে।'

এক প্রশ্নের জবাবে বাঁধন বলেন, 'লামিয়ার গল্পটি মেয়েদের জীবনের। আমি চাই ওর মতো মেধাবী নারীরা সিনেমা নির্মাণ করুক। মেয়েদের গল্প বেশি করে উঠে আসুক। ভালো কিছু হোক।'

তবে, নিজের প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন না বাঁধন। তিনি বলেন, 'আমি শুধু নির্বাহী প্রযোজক হিসেবেই থাকব। এই সিনেমায় আমি অভিনয় করব না। কাজটি ভালো করার জন্য চেষ্টা করে যাব। লামিয়ার প্রতি আমার বিশ্বাস আছে।'

কথায় কথায় বাঁধন আরও বলেন, 'বেশকিছু দিন ধরেই মেয়েদের নিয়ে ভালো গল্প খুঁজছিলাম। এবার পেয়ে গেছি।'

লামিয়া পরিচালিত ও নিজের প্রযোজিত সিনেমাটি হলে মুক্তি দিতে চান বাঁধন। তার ভাষ্য, 'থিয়েটারের জন্য সিনেমা বানাব আমরা, হলে মুক্তি দেওয়া হবে। দর্শকরা পপকর্ণ খেতে খেতে এই সিনেমা দেখবে।'

লামিয়া ও বাঁধনের যৌথ প্রয়াসটির নাম রাখা হয়েছে মেয়েদের গল্প।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

9m ago