উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার শীর্ষ তিনে ‘প্রিয়তমা’

প্রিয়তমা সিনেমার একটি দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল। ছবি: সংগৃহীত

'দেবী'র আয় টপকে উত্তর আমেরিকার বাজারে বিক্রির দিক থেকে বাংলাদেশের সেরা সিনেমার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে 'প্রিয়তমা'।

এ তথ্য জানিয়ে কানাডা ও আমেরিকায় 'প্রিয়তমা'র পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রিয়তমার ৪ সপ্তাহের গ্রস বক্স অফিস কালেকশন ১ লাখ ২৬ হাজার ডলার। দেবীর ছিল ১ লাখ ২৫ হাজার ডলার।'

তিনি বলেন, 'প্রিয়তমার অর্জন এখানেই শেষ নয়। আমেরিকায় কোনো প্রেক্ষাগৃহে টানা ৫ সপ্তাহ প্রদর্শনের রেকর্ডে হাওয়া সিনেমার সঙ্গে যুক্ত হলো প্রিয়তমা।'

তিনি আরও বলেন, 'শুধু তাই নয়, উত্তর আমেরিকায় একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমাও এখন প্রিয়তমা। আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ৪ সপ্তাহ পর্যন্ত প্রিয়তমার গ্রস কালেকশন ৬৭ হাজার ১০৪ ডলার। এর আগে সবচেয়ে বেশি আয় করা হাওয়া এই মাল্টিপ্লেক্সে ৫ সপ্তাহে গ্রস কালেকশন করেছে ৬৩ হাজার ৫৪৮ ডলার।'

উত্তর আমেরিকায় ৩ লাখ ৫৮ হাজার ডলার বিক্রি নিয়ে বাংলাদেশি সিনেমার মধ্যে সর্বোচ্চ আয় 'হাওয়া'র দখলে। দ্বিতীয় অবস্থান 'পরান' সিনেমার। এর আয় ১ লাখ ৮৭ হাজার ডলার। তৃতীয়তে উঠে আসা 'প্রিয়তমা'র ৪ সপ্তাহে মোট আয় ১ লাখ ২৬ হাজার ডলার।

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

26m ago