গরুর হাটে আব্বাকে খুঁটি ধরে দাঁড়ানো দেখে মন খারাপ হয়েছিল: সিয়াম

সিয়াম আহমেদ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেরা অভিনেতা হিসেবে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'পোড়ামন-২', 'দহন', 'বিশ্বসুন্দরী', 'মৃধা বনাম মৃধা', 'দামাল'। মুক্তির অপেক্ষায় রয়েছে  'অন্তর্জাল'।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে ঈদের পরিকল্পনা এবং হাট থেকে গরু কেনার অভিজ্ঞতা জানিয়েছেন সিয়াম।

তিনি বলেন, 'ঠিক ৬ বছর ধরে ঈদে হাটে গিয়ে গরু কিনি। তার একটা কারণ আছে। ৬ বছর আগে হাটে আব্বার সঙ্গে গিয়েছিলাম। গরু কেনার ফাঁকে দেখলাম, একটা খুঁটি ধরে আব্বা দাঁড়িয়ে আছেন। বিষয়টা আমার ভেতরে খুব আঘাত করে। তারপর থেকে আব্বাকে নিয়ে আর হাটে যাইনি।'

তবে বাবার পছন্দেই সবসময় গরু কেনেন জানিয়ে সিয়াম বলেন, 'মোবাইলে লাইভ দেখিয়ে আব্বার পছন্দে গরু কিনি। এবারো ব্যতিক্রম হয়নি।'

সিয়াম আরও বলেন, 'ঈদে অবশ্যই মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রিয়তমা, সুরঙ্গ ও প্রহেলিকা দেখবো। ঈদের কয়েকদিন পর সপরিবারে কয়েকজন বন্ধু থাইল্যান্ড যাচ্ছি। সেখানে কয়েকদিন অবকাশযাপন শেষে দেশে ফিরে সিনেমার শুটিংয়ে যোগ দেবো।'

Comments

The Daily Star  | English

Build national unity, prevent division among people

The BNP yesterday shared its concerns over recent violence in Dhaka and Chattogram with Chief Adviser Professor Muhammad Yunus, calling for national unity to tackle such challenges.

1h ago