পঞ্চম সপ্তাহে ‘জ্বীন’ সিনেমার হল বাড়ছে ১০টি

জ্বীন সিনেমার পোস্টার

নাদের চৌধুরী পরিচালিত জ্বীন সিনেমা চতুর্থ সপ্তাহ শেষ করতে যাচ্ছে। আগামী শুক্রবার পঞ্চম সপ্তাহে প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। এজন্য বাড়ছে হল সংখ্যা, যা এই সিনেমার জন্য এবং দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্যও বড় একটি ভালো খবর।

জ্বীন সিনেমার পরিচালক নাদের চৌধুরী ও নায়ক সজল দ্য ডেইলি স্টারকে জানান, পঞ্চম সপ্তাহে অন্তত ১০টি হল বাড়তে যাচ্ছে। 

বর্তমানে রাজধানী ঢাকার ৪টি প্রেক্ষাগৃহে চলছে সজল ও পূজা চেরী অভিনীত প্রথম সিনেমা জ্বীন। রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারে ঈদের দিন থেকে চলছে সিনেমাটি। পরে যোগ হয় লায়ন ও বিজিবি হল।

জ্বীন সিনেমার পরিচালক নাদের চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিন দিন পর জ্বীন সিনেমাটি পঞ্চম সপ্তাহে পা রাখবে, যা আমাদের জন্য অনেক আনন্দের। সেইসঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে বাড়ছে হল সংখ্যা। অন্তত ১০টি  হল বাড়বে।'

নায়ক সজল বলেন, 'জ্বীন সিনেমার প্রতি মানুষের ভালোবাসার কথা সারাজীবন মনে থাকবে।'

এদিকে সিনেমাটি গত শুক্রবার কুমিল্লা টাউন হলে প্রদর্শিত হয়। সেখানে নাদের চৌধুরী, সজল ও পূজা চেরি উপস্থিত ছিলেন।

সাড়া জাগানো ভারতীয় সিনেমা পাঠান যখন চলছে এদেশের হলগুলোতে, সেখানে সাইকো থ্রিলার সিনেমা জ্বীন সাফল্য ধরে রেখেই প্রদর্শিত হচ্ছে।

নায়ক সজল ডেইলি স্টারকে বলেন, 'দেশে এ ধরনের গল্পের সিনেমা খুব কম হয়েছে। ভিন্ন ধরণের গল্প, তাই দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছেন।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

6m ago