আগামীকাল সিঙ্গাপুরে সোহেল রানার চোখের অস্ত্রোপচার

সোহেল রানা। ছবি: স্টার

খ্যাতিমান অভিনেতা সোহেল রানার চোখের অস্ত্রোপচার করা হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

আগামীকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় এই অস্ত্রোপচার হবে বলে দ্য ডেইলি স্টারকে আজ দুপুরে সিঙ্গাপুর থেকে জানিয়েছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।

তিনি বলেন, 'আমার বাবাকে দেশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানকার চিকিৎসক অস্ত্রোপচার করার পরও সমাধান হয়নি। অপারেশনের পরেই চোখে কিছু জটিলতা দেখা দেয়। তাই দ্রুত অপারেশনের ব্যবস্থা নিতে হয়েছে।'

তিনি আরও বলেন, 'গতকাল রাতের ফ্লাইটে বাবাকে নিয়ে সিঙ্গাপুর এসেছি। আগামীকাল বিকেল ৩টায় অপারেশন। দেশে এসে ভুল অপারেশনের বিষয়ে কথা বলবো। এখন আমার বাবার জন্য দোয়া করবেন।'

প্রযোজক হিসেবে মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা 'ওরা ১১ জন' নির্মাণ করেন সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। ১৯৭৩ সালে 'মাসুদ রানা' সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন কিংবদন্তি এই অভিনেতা। তিনি ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Comments

The Daily Star  | English

A new era in elderly care

Dr Asha Islam Nayeem, a professor in the Department of History at the Dhaka University, has a heart-wrenching story.

18h ago