২ দিন না ঘুমিয়ে শুটিং করেছেন মাহি-সাইমন

সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ছবি: স্টার

'পোড়ামন' সিনেমার জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ২ জন। এরপর এই জুটির 'জান্নাত' সিনেমা মুক্তি পেয়েছে। এবার তারা আসছেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা 'লাইভ' নিয়ে।

শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি আগামীকাল ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে দেশের ২৫টি প্রেক্ষাগৃহে।

মাহিয়া মাহি আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোনো সিনেমায় যখন কাজ করি, তখন বুঝতে পারি কতটা ভালো হচ্ছে। "লাইভ" সিনেমায় অভিনয় করেই বুঝেছি কাজটা অসাধারণ হয়েছে। এখানে সবাই অনেক ভালো অভিনয় করেছে। আমি আর সাইমন আলোচনা করতাম, এই সিনেমা দিয়ে লাইফে বড় একটা টার্ন আসবে। ২ দিন না ঘুমিয়ে শুটিং করতে হয়েছে গল্পের কারণে। আশা করি দর্শক এই সিনেমা পছন্দ করবে।'

সাইমন সাদিক ডেইলি স্টারকে বলেন, 'এ মুহূর্তে আমার অভিনীত ৮টি সিনেমা সেন্সর হয়ে আছে। এর মধ্যে অন্যতম সিনেমা এটি, যা নিয়ে আমি খুবই আশাবাদী। "লাইভ" সিনেমায় টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম, যা সিনেমায় দেখতে পাবেন দর্শক। সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর অনেকেই অভিনয় করতে মানা করেছিলেন। তাদের যুক্তি ছিল, এ সিনেমায় হিরোইজম দেখানোর জায়গা নেই। কিন্তু, আমি বলেছিলাম, আমি হিরোইজম চাই না, অভিনয়ের জায়গা আছে কি না, সেটা চাই। সিনেমার গল্পটা একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে।'

সাইকো থ্রিলার ঘরানার "লাইভ" সিনেমায় আরও অভিনয় করেছেন আদর আজাদ, শিবা শানু, আমিন সরকার ও সাবেরী আলম প্রমুখ।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

9h ago