‘ধুম’ সিনেমার নির্মাতা সঞ্জয় গাধভি মারা গেছেন

সঞ্জয় গাধভি ২০০০ সালে তেরে লিয়ে সিনেমার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন
বলিউড, ধুম, ধুম ২, সঞ্জয় গাধভি,
সঞ্জয় গাধভি। ছবি: সংগৃহীত

বলিউডের দর্শকপ্রিয় সিনেমা 'ধুম' ও 'ধুম ২' পরিচালক সঞ্জয় গাধভি মারা গেছেন। রোববার মুম্বাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সঞ্জয় গাধভির মেয়ে সানজিনা গাধভি পিটিআইকে এ তথ্য জানিয়েছেন বলে বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে।

সানজিনা জানান, বাবার বয়স হয়েছিল ৫৬ বছর এবং কয়েক দিনের মধ্যেই তিনি ৫৭ বছরে পা দিতেন।

তিনি ধুম, ধুম ২, মেরে ইয়ার কি শাদি হ্যায়, কিডন্যাপ, আজব গজব লাভসহ আরও অনেক সিনেমা পরিচালনা করেছেন।

সানজিনা গাধভি পিটিআইকে জানিয়েছেন, আজ সকাল সাড়ে নয়টায় বাবা নিজের বাসভবনে মৃত্যুবরণ করেন। তবে, মৃত্যুর কারণ নিয়ে তারা নিশ্চিত নন। তারা জানেন না, হার্ট অ্যাটাক কি না।

তিনি আরও বলেন, বাবা অসুস্থ ছিলেন না, তিনি পুরোপুরি সুস্থ ছিলেন।

সঞ্জয় গাধভি ২০০০ সালে তেরে লিয়ে সিনেমার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন, যশরাজ ফিল্মসের অধীনে তিনি অনেকগুলো সিনেমা পরিচালনা করেছেন। তার মৃত্যুতে অনেক সেলিব্রিটি শোক প্রকাশ করেছেন।

অভিষেক বচ্চন একটি দীর্ঘ নোট লিখেছিলেন এবং ধুমের সেটের একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় 'ধুম ২'র ক্লাইম্যাক্সের শুটিংয়ের সময় আমি সঞ্জয়ের এই ছবি তুলেছিলাম। আমরা একসঙ্গে দুটি সিনেমা বানিয়েছি- ধুম ও ধুম ২। গত সপ্তাহে যখন আমরা কথা বলার সময় আমরা শুটিং ও স্মৃতিগুলো স্মরণ করছিলাম। তখন আমি কল্পনা করতে পারিনি আমাকে এমন একটি পোস্ট লিখতে হবে।

তিনি লিখেছেন, 'আমি বিশ্বাস করতে পারছি না! আপনি আমার ওপর বিশ্বাস রেখেছিলেন, অথচ আমার নিজের প্রতি বিশ্বাস ছিল না। আপনি আমাকে প্রথম হিট দিয়েছিলেন!! আমি কখনোই এটি ভুলতে পারব না। আর আপনি আমার কাছে কী ছিলেন তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সবসময় আমাদের বন্ধুত্বকে লালন করব। শান্তিতে থাকুন ভাই।'

সঞ্জয় গুপ্তা লিখেছেন, 'খুব তাড়াতাড়ি চলে গেলে বন্ধু। তোমাকে খুব মিস করব। শান্তিতে থেকো বন্ধু।'

কুনাল কোহলি লিখেছেন, 'এটা বিস্ময়কর। আমি কখনো ভাবিনি সঞ্জয় গাধভিকে নিয়ে শোকবার্তা লিখতে হবে। যশরাজে অনেক বছর ধরে একটি অফিস ভাগ করে নিয়েছি, মধ্যাহ্নভোজনে ডাবিং ও আলোচনা করেছি। তোমাকে মিস করব বন্ধু। এটা মেনে নেওয়া খুব কঠিন।'

যশরাজ ফিল্মসের টিমও সমবেদনা জানিয়েছে। তারা লিখেছে, 'পর্দায় তিনি যে জাদু তৈরি করেছেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার আত্মা শান্তিতে থাকুক।'

Comments

The Daily Star  | English

BNP's meet with interim govt: Roadmap for polls demanded

The party also places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt, removal of 'partisan judges'

4h ago