বলিউড স্টার কিডদের কার পড়াশোনা কতদূর

বলিউডের সোনালি পর্দায় অভিনয়শিল্পীরা দর্শকদের বহু যুগ ধরেই বিমোহিত করে আসছে। তাদের অভিনয়ের খবরাখবরের পাশাপাশি দর্শক উৎসুক থাকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে।

অভিনয়জগতে পা রাখার পূর্বেই তারকা সন্তানদের খ্যাতি ছড়িয়ে যায়, তাই লাইমলাইটের আলো থেকে চাইলেও রেহাই পান না তারা। তারা কোথায় পড়াশোনা করছেন, কোথায় যাচ্ছেন, কী করছেন, সবকিছু জানার জন্য উৎসুক হয়ে থাকে দর্শকরা। তবে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বলিউডের তারকা সন্তানরা কেউই পিছিয়ে নেই।

সুহানা খান

সুহানা খান। ছবি: সংগৃহীত

২৩ বছর বয়সী শাহরুখকন্যা সুহানা খান সিনেমা জগতে প্রবেশের আগেই লেখাপড়া শেষ করেছেন। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন তিনি। ২০১৯ সালে ইংল্যান্ডের আর্ডিংলে কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১ বছর মেয়াদী অভিনয় ও নাট্যশিল্পের কোর্স সম্পন্ন করেন। জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' সিনেমায় তাকে অভিনয়ে দেখা যাবে। আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে লস এঞ্জেলসের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের কোর্স সম্পন্ন করেছেন তিনি। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৮ সালে 'ধাড়াক' সিনেমার মধ্য দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন।

সারা আলি খান

সারা আলি খান। ছবি: সংগৃহীত

সাবেক যুগল সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। পরবর্তীতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৮ সালে 'কেদারনাথ' ও 'সিম্বা' সিনেমার মধ্য দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন সারা।

অনন্যা পাণ্ডে

অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত

'স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২' অভিনেত্রী অনন্যা পাণ্ডেও তার প্রাথমিক লেখাপড়া সেরেছেন মুম্বাই এর ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। তিনি ফ্যাশন বিষয়ে স্নাতক করেছেন লস এঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে। ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্যা ভক্তদের জানিয়েছিলেন তিনি অ্যানবারগ স্কুল এ যোগাযোগ ও সাংবাদিকতা প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু তিনি সেখানে যোগদান করেননি বরং অভিনয়ে মনোযোগ দিয়েছেন।

আরিয়ান খান

আরিয়ান খান। ছবি: সংগৃহীত

বলিউডের বাদশাহ শাহরুখ খান ও গৌরী খানের জ্যেষ্ঠ সন্তান আরিয়ান খান। বাবার জনপ্রিয়তার আদলে ছোটবেলা থেকেই তিনি মিডিয়ার ছত্রছায়াতে রয়েছেন। শাহরুখপুত্র লন্ডন এর সেভেনওকস স্কুল এবং পরবর্তীতে লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ২০২০ সালে স্নাতক সম্পন্ন করেছেন। চারুকলা বিষয়ের পাশাপাশি সিনেম্যাটিক আর্টস এবং টেলিভিশন প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন আরিয়ান। 'স্টারডম' শিরোনামে ৬ পর্বের সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সিরিজটির শুটিং খুব শীঘ্রই শেষ হতে চলেছে।

ইব্রাহিম আলী খান

ইব্রাহিম খান। ছবি: সংগৃহীত

সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের দ্বিতীয় সন্তান ইব্রাহিম আলী খান প্রায় সব তারকা সন্তানদের মতোই ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে লন্ডনে উচ্চতর শিক্ষাগ্রহণ করছেন। তিনি সহকারী পরিচালক হিসেবে 'রকি ওর রানি কি প্রেম কাহিনী' সিনেমাতে কাজ করেছেন। ইরানি পরিচালিত 'সারজামিন' শিরোনামের সিনেমার মধ্য দিয়ে খুব শীঘ্রই পর্দার সামনে আসবেন তিনি।

খুশি কাপুর

খুশি কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুর এর দ্বিতীয় সন্তান খুশি কাপুরও ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' এ বেটি কুপার এর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের জগতে প্রবেশ করতে চলেছেন তিনি।

নভ্যা নভেলি নান্দা

নভ্যা নভেলি নান্দা। ছবি: সংগৃহীত

কিংবদন্তী বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি নভ্যা নভেলি নান্দা লন্ডনের সেভেনওকস স্কুল এবং ২০২০ সালে ফরডাম ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে তিনি ডিগ্রিধারী। ২৫ বছর বয়সী নভ্যা অন্য তারকা সন্তানদের মতো বলিউডে আসেননি। তিনি একজন উদ্যোক্তা এবং 'প্রজেক্ট নাভেলি' এর প্রতিষ্ঠাতা। নিজের পডকাস্ট চ্যানেল 'হোয়াট দ্য হেল নভ্যা' নিয়েও বেশ সক্রিয় তিনি।

আহান শেঠি

আহান শেঠি। ছবি: সংগৃহীত

অভিনেতা সুনীল শেঠির ছেলে আহান শেঠি ২০২১ সালে 'তাড়াপ' সিনেমায় অভিনয় করে বলিউডে প্রবেশ করেছিলেন। তিনি মুম্বাইয়ের আমেরিকান স্কুল অব বোম্বেতে পড়াশোনা করেছেন এবং আমেরিকা থেকে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের ওপর প্রশিক্ষণ নিয়েছেন।

শানায়া কাপুর

শানায়া কাপুর। ছবি: সংগৃহীত

২৩ বছর বয়সী শানায়া কাপুর অভিনেতা সঞ্জয় কাপুর ও মাহীপ কাপুরের কন্যাসন্তান। তিনি ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং একজন ডিপ্লোমাধারী। শানায়া গুঞ্জান সাক্সেনা সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন এবং শিগগিরই বড় পর্দায় অভিষেক হবে তার।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

গ্রন্থনা: আঞ্জুম ইসলাম প্রমী

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

8h ago