২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে শাহরুখ খানের চমক

ট্রেলারে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত 'জওয়ান' সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে আজ সোমবার।

ট্রেলার প্রকাশের পরই ভক্তদের মাঝে সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।

২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে ন্যাড়া মাথায় হাজির হয়েছেন শাহরুখ। ট্রেলারে ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে আছে নানা চমক। সিনেমাটি আগামী ৭ সেপ্টেম্বর পর্দায় ঝড় তুলতে আসছে।

অ্যাটলি পরিচালিত সিনেমায় আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপাথি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার।

Comments

The Daily Star  | English

Remittance-rich Sylhet ranks poorest in new index

Long seen as the “London of Bangladesh” for its foreign earnings and opulent villas, Sylhet has been dealt a sobering blow. The country’s first Multidimensional Poverty Index (MPI) has revealed that the division is, in fact, the poorest in Bangladesh when measured by access to education, healthc

7h ago