তেজগাঁও কলেজে কৃষ্ণকুমারী নাটকের মঞ্চায়ন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘চিরায়ত বাংলা নাটক মঞ্চায়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় এ পর্যন্ত নাটকটির তিনটি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।
ছবি: সংগৃহীত

'কৃষ্ণকুমারী' মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমূখ।

গত বুধবার দুপুর দেড়টায় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রযোজনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় সফলভাবে 'কৃষ্ণকুমারী' নাটকের উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

ছবি: সংগৃহীত

ওই দিনই সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির দ্বিতীয় এবং আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির তৃতীয় মঞ্চায়ন হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির 'চিরায়ত বাংলা নাটক মঞ্চায়ন' শীর্ষক কর্মসূচির আওতায় এ পর্যন্ত নাটকটির তিনটি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।

নাটকটি মঞ্চায়নের উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার বজলুল হক। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শফি আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ।

নাটকটি নির্দেশনা দিয়েছেন তেজগাঁও কলেজ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় শিক্ষক নওরীন সাজ্জাদ ও ড. লতা সমদ্দার।

ছবি: সংগৃহীত

এছাড়াও নাটকটির নান্দী রচনা করেছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান ড. জাহারাবী রিপন। মঞ্চ পরিকল্পনা করেছেন নওরীন সাজ্জাদ। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন অত্র বিভাগের শিক্ষক সৈয়দ মুহাম্মদ জুবায়ের। নাটকটির আলোক পরিকল্পনা এবং আলোক প্রক্ষেপণ করেছেন বিভাগীয় শিক্ষক আতিকুল ইসলাম। পোশাক পরিকল্পনা করেছেন মারুফা আক্তার মীম ও মো. জাহিদুল ইসলাম।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন - মানিয়া আক্তার সাদিয়া (কৃষ্ণকুমারী), রাইসুল ইসলাম রোমান (রাজা জগৎসিংহ), মো. জাহিদুল ইসলাম (রাজা ভীমসিংহ), সানজিদা আক্তার (মদনিকা), শেখ সায়েম হোসেন (ধনদাস), মারুফা আক্তার মিম (বিলাসবতি), তাসনোভা সানজিদা (অহল্যাদেবী), তূর্য দত্ত (বলেন্দ্রসিংহ), মোছা: আফসানা খানম মীম (তপস্বিনী), মো. নয়ন ইসলাম লিংকন (মন্ত্রী নারায়ণ মিশ্র), ফজলে রাব্বি মুন্না (মন্ত্রী সত্যদাস), বাধন হালদার (ভৃত্য রামপ্রসাদ), মো:সজিব হোসাইন (মরুদেশের দূত), রাহিম চৌধুরী সাগর (উদয়পুরের রক্ষক) এবং সখী চরিত্রে জাহিন পারসা জেসি, জেনিফার আহমেদ, তাকরিমা তাসনিম প্রীতি।।

ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় প্রযোজনা হিসেবে ইতোমধ্যেই নাটকটি বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেছে। নির্দেশকরা জানান, খুব শিগগিরই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মঞ্চে এই নাটকের পরবর্তী প্রদর্শনী হবে।

Comments

The Daily Star  | English
44th BCS written exam result

Languishing in BCS LOOP

Imam Hossein had applied for the 41st Bangladesh Civil Service (BCS) exams in November 2019, just months after completing his master’s from Jagannath University.

6h ago