‘ইয়াং স্টার সিজন ২’ ফাইনালে সেরা জাহিদ অন্তু

‘ইয়াং স্টার সিজন ২’ ফাইনালে সেরা জাহিদ অন্তু
আরটিভির ‘ইয়াং স্টার সিজন ২’ এর চূড়ান্ত পর্বে বিজয়ী প্রার্থীরা। ছবি: সংগৃহীত

টেলিভিশন চ্যানেল আরটিভির আয়োজনে প্রচারিত তরুণদের নিয়ে সংগীতবিষয়ক রিয়েলিটি শো 'ইয়াং স্টার সিজন ২' এর চূড়ান্ত পর্ব শেষ হয়েছে।

রিয়েলিটি শো'টির প্রথম এই আসরে কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার প্রতিযোগী জাহিদ অন্তু।

প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন অনিক সূত্রধর। দ্বিতীয় রানার আপ হয়েছেন যৌথভাবে আদিবা কামাল ও অঙ্কিতা মল্লিক।

‘ইয়াং স্টার সিজন ২’ ফাইনালের সেরা জাহিদ অন্তু। ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভির পর্দায় সম্প্রচারিত হয় গ্র্যান্ড ফিনালে। 

'ইয়াং স্টার সিজন ২' এর বিচারক ছিলেন সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা, পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও কবির বকুল। 

তেজগাঁওয়ে আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় এ গ্র্যান্ড ফিনালের শুটিং সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান প্রমুখ।

দেওয়ান শামসুর রকিবের সার্বিক তত্ত্বাবধানে রিয়েলিটি শো প্রযোজনা করেছেন আরজু আহমেদ।

Comments