শকুন্তলা নিয়ে আমেরিকায় শহীদুজ্জামান সেলিম

শহীদুজ্জামান সেলিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম নাটক-সিনেমা-ওটিটিতে বেশ সরব আছেন এখনো। তারপরও মঞ্চ নাটক ছাড়েননি। নিয়মিত ঢাকা থিয়েটারের হয়ে অভিনয় ও নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এবার তিনি 'শকুন্তলা' নাটক নিয়ে আমেরিকায় গেলেন।

আমেরিকার কয়েকটি রাজ্যে ঢাকা থিয়েটারের সাড়া জাগানো নাটক 'শকুন্তলা'র মঞ্চায়ন হবে।

আমেরিকায় যাওয়ার আগে দ্য ডেইলি স্টারকে শহীদুজ্জামান সেলিম বলেন, '"শকুন্তলা" ঢাকা থিয়েটারের একটি আলোচিত নাটক। সেইসঙ্গে দর্শকনন্দিত নাটক তো বটেই। আমার নির্দেশনায় আমেরিকায় বেশ কয়েকটি মঞ্চায়ন হবে নাটকটির।'

তিনি আরও বলেন, 'ঢাকা থিয়েটারের ৫০ বছর উদযাপন উপলক্ষে আমরা "শকুন্তলা" আমেরিকায় মঞ্চায়ন করছি। সেলিম আল দীনের লেখা ও ঢাকা থিয়েটারের কথা দেশের পাশাপাশি সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক। ঢাকা থিয়েটারের ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে আমেরিকায় চারটি বড় বড় শহরে দর্শকরা "শকুন্তলা" দেখতে পারবেন।'

'শকুন্তলা' নাটকের পোস্টার ডিজাইন করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন, সংগীত করেছেন রাহুল আনন্দ।

সবশেষে শহীদুজ্জামান সেলিম বলেন, '"শকুন্তলা" আমার খুব প্রিয় একটি নাটক। আশা করছি আমেরিকার দর্শকদের মাঝেও ভালো সাড়া পাবো।'

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

19m ago