আমি অভিনয়শিল্পীই হতে চেয়েছি: বন্যা মির্জা

আমি অভিনয়শিল্পীই হতে চেয়েছি: বন্যা মির্জা
বন্যা মির্জা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

বন্যা মির্জা দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে জড়িত। টেলিভিশন, নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। এখনো মঞ্চে সরব তিনি। তবে, কিছুদিন ধরে থাকছেন দেশের বাইরে। এবার দেশে ফিরেছেন নতুন মঞ্চ নাটকের জন্য।

দেশে ফিরে নতুন মঞ্চ নাটক 'পারো'তে অভিনয় করেছেন তিনি। নাটকের জন্য নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন। এটি নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা।

'পারো' দেশ নাটকের ২৫তম প্রযোজনা।

বন্যা মির্জার একক অভিনীত নাটক 'পারো'র দুটি মঞ্চায়ন সম্প্রতি শিল্পকলা একাডেমীতে হয়েছে। দুটি শোতেই দর্শকদের উপস্থিতি ছিল বেশ।

নতুন মঞ্চ নাটকে অভিনয় কতটা চ্যালেঞ্জিং? জানতে চাইলে বন্যা মির্জা বলেন, 'চ্যালেঞ্জের কিছু নেই। একজন অভিনেতা হিসেবে অভিনয় করার কাজটিই আমি করেছি। তবে, একক নাটক দলের জন্য আরামদায়ক কিছু না।'

আমি অভিনয়শিল্পীই হতে চেয়েছি: বন্যা মির্জা
বন্যা মির্জা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

একক নাটক আরামদায়ক কেন নয়? তা নিয়ে তিনি বলেন, 'একক নাটকে একজনই অভিনয় করেন। অন্য অনেকের সুযোগ হয় না। একটি মঞ্চ নাটকে সাধারণত ২০ থেকে ৪০ জনের টিম কাজ করে। সেটা একক নাটকে সম্ভব না। আমি নিজেও ভাবতে পারিনি একক নাটকের প্রয়োজনীয়তা। সম্মিলিতভাবে একটি নাটকে সবাই অভিনয় করতে পারি।'

'আমি ছোটবেলা থেকে থিয়েটার করি। নাটকের দল সংগঠন করা শেখায়। কেমন করে চলব, কেমন করে অভিনয় করব, এসব নাটকের দল থেকে শেখা যায়। দলগতভাবে হাঁটার প্রয়াস থিয়েটার থেকে আসে। আবার দল ভেঙে গেলেও ছোট দল-ই হয়', বলেন তিনি।

বন্যা মির্জা বলেন, 'থিয়েটারে অনেকগুলো মানুষ কাজ করে। তেমনি আমিও করেছি।'

'পারো' নাটকে একক অভিনয় করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, 'আমি ছোট মানুষ, অভিনয়শিল্পীই হতে চেয়েছি। এখনো মঞ্চে অভিনয় করার সময় হাত-পা কাঁপে। টেনশন কাজ করে। কেননা, একক নাটকে অভিনয় ভালো না হলে দায় আমার ঘাড়ে আসবে।'

নির্দেশক সম্পর্কে বন্যা মির্জা বলেন, মাসুম রেজা একজন পরিপূর্ণ নাট্যকার। সফল নাট্যকার। নাট্যকার হিসেবে তাকে অনেক বেশি নম্বর দেব। পারো নাটকটিও সুন্দর করে নির্দেশনা দিয়েছেন। তার লেখা জলবাসর আমার খুব পছন্দের নাটক।

আমি অভিনয়শিল্পীই হতে চেয়েছি: বন্যা মির্জা
বন্যা মির্জা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বন্যা মির্জা বলেন, 'আমি কৃতজ্ঞ তিনি আমার জন্য নাটকটি লিখেছেন। নির্দেশনাও দিয়েছেন। আমার দল দেশ নাটকের প্রতিও আমি কৃতজ্ঞ। দলের সাপোর্ট পেয়েছি শতভাগ।'

'পারো নাটকের গল্প মূলত একজন মেয়ের জীবনের। অসাধারণ একটি গল্পের। একজন মেয়ের জীবনের গল্প উঠে এসেছে এখানে', বলেন তিনি।

'পারো'র আগে সর্বশেষ বন্যা মির্জা দেশ নাটকের 'জলবাসর' নাটকে অভিনয় করেন।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago