শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মঞ্চে প্রাচ্যনাটের ‘কইন্যা’

কইন্যা নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের দর্শকনন্দিত নাটক 'কইন্যা'। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে।

সিলেট-সুনামগঞ্জ হাওরাঞ্চলের স্থানীয় গল্পের ওপর ভিত্তি করে নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

কালারুকা জনপদের গল্প এটি। এ জনপদের মানুষের ধারণা, কইন্যা পীর তাদের দেখে রাখেন। অনেক কাল আগে কালারুকায় এসেছিলেন তিনি। তিনি গত হলেও, এ বিশ্বাস বর্তমান। সঙ্গী বহুরূপীকে খালি বাড়ির পুকুরে মাছ রূপে রেখে গেছে তিনি। 

খালি বাড়িতে এখন থাকেন দুই ভাই নাইওর ও দিলবর। জনপদের সবাই জানে, বিপত্নীক নাইওরের ওপর কইন্যা পীর ভর করে আছে।

এ জনপদের দুই গ্রামের মধ্যে বিচ্ছিন্নতার প্রতীক চেঙ্গের খাল। খালের পশ্চিম পাড়ের মৌলভী সাহেবজাদার ধর্মচিন্তা ও পূর্বপাড়ের কালারুকার নাইওর আলীর ধর্মচিন্তা থেকে আলাদা। এসব নিয়েই কইন্যা নাটকের গল্প।

নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন-আজাদ আবুল কালাম, সানজিদা প্রীতি, শাহানা রহমান সুমি, হীরা, শাহেদ আলী সুজন, তৌফিকুল ইসলাম ইমন, তপন মজুমদার, হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, জবা, রুবেল, সজীব, মিতুল, রাসেল, সোহেল প্রমুখ। 

মঞ্চ ও আলোক পরিকল্পনায় আছেন মো. সাইফুল ইসলাম ও সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

9h ago