ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে জয়ী হলেন যারা

নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ২৭১ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে ২২২ ভোট পেয়ে ফরিদুল হাসান নির্বাচিত হয়েছেন।

আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই সংগঠনের দায়িত্ব পালন করবেন তারা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। গণনা শেষে রাত পৌনে ৯টার দিকে প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫০১। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৪৬ জন।

সহসভাপতি পদে রাশেদা আক্তার নাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ পদে নির্বাচিত হয়েছেন তুহিন হোসেন ও দীন মোহাম্মাদ মন্টু।

এছাড়া অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান ২৫৩ ভোট, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন ২২৬, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি ২৫৩, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ ২৬৮, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া ২২৩, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত ২২১ ও দপ্তর সম্পাদক পদে ২৯৫ ভোট পেয়ে সাইদ রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পদে সাগর জাহান ২৮৪ ভোট, চয়নিকা চৌধুরী ২৬৯, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ২৬৪, গীতালি হাসান ২৩৯, লিটু করিম ২২৮, শিহাব শাহীন ২২৮ ও হাসান রেজাউল ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

13h ago