টেলিভিশনে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫

ওটিটি প্ল্যাটফর্মে ঈদুল আজহার দিন মুক্তির পর 'ব্যাচেলর পয়েন্ট সিজন-৫' এবার আসছে টেলিভিশনের পর্দায়। চ্যানেল আইতে আগামী ১০ জুলাই থেকে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে এটি।
ধারাবাহিকটি সম্পর্কে নির্মাতা কাজল আরেফিন অমি ডেইলি স্টারকে বলেছিলেন, 'সত্যি কথা বলতে আমি যখন ব্যাচেলর পয়েন্ট সিরিজ শুরু করি, তখন নিজেও জানতাম না এই সিরিজের ভবিষ্যত কী। যতটুকু বাজেট ছিল তা নিয়েই সততার সঙ্গে শুরু করেছি। কখনো বাজেটের কথা চিন্তা করিনি। এই করতে করতে আমরা সাত বছরে পাঁচটি সিজনে এসে পৌঁছেছি। সবসময় দর্শকের কথা চিন্তা করে কাজ করেছি। দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর সিজন ৫ নিয়ে এসেছি।'
ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ১২০ পর্বের এ ধারাবাহিকের প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে। প্রতিবারের মতো এবারও ব্যাচেলর পয়েন্ট-৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মুনিরা মিঠু। প্রচারের পর ভোররাত ৩ টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা৩০ মিনিটে দ্বিতীয় পুনঃ প্রচার করবে চ্যানেল আই।
Comments