পরিবার ও সম্পর্ক ঘিরে এগিয়েছে ‘গুলমোহর’ সিরিজের গল্প: সুষমা সরকার

সুষমা সরকার। ছবি: সংগৃহীত

মঞ্চ, টেলিভিশন নাটক, ওটিটি ও চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন সুষমা সরকার। এরই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করেছেন 'গুলমোহর' নামের নতুন একটি ওয়েব সিরিজে। এটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী।

আজ বুধবার রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচারিত হবে 'গুলমোহর'। এই সিরিজে রেহেনুমা চরিত্রে অভিনয় করেছেন সুষমা।

সুষমা সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় আমার প্রথম কাজ 'গুলমোহর' আট পর্বের সিরিজ। 'কালপুরুষ' করার সময় শাওকীর কাছ থেকে এই কাজের প্রস্তাব পাই। তারপর অডিশন দিয়ে কাজটি করেছি।

শাওকী সম্পর্কে তিনি বলেন, শাওকী ভীষণ মেধাবী একজন পরিচালক। তার গল্প ভাবনা অন্যরকম। সেটি অবশ্য গুলমোহর দেখলেই বোঝা যাবে। তা ছাড়া, শুটিং করার সময় এবং চরিত্রটি হয়ে ওঠার সময় পরিচালক হিসেবে তিনি শতভাগ দরদ দিয়ে কাজ করেছেন। আবার একজন অভিনেত্রী হিসেবে আমি কী চাই, তাও বিবেচনায় নিয়েছেন।

ছবি: সংগৃহীত

গুলমোহর মূলত কে, জানতে চাইলে সুষমা বলেন, গুলমোহর একটি বাড়ির নাম। সেই বাড়িতে যে পরিবারটি বাস করে, তাদের কেন্দ্র করে গল্প এগিয়ে যাবে।

'গুলমোহর ওয়েব সিরিজের শুটিং শুরুর আগে বেশ সময় নিয়ে রিহার্সাল করতে হয়েছে। শুটিং হয়েছে ঢাকার বাইরের একটি পুরোনো বাড়িতে। ২০ থেকে ২৫ দিন ধরে শুটিং হয়েছে। আমার শুটিং ছিল আট থেকে ১০ দিন।'

এটি কী রহস্য গল্প, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, গুলমোহর সম্পর্কের গল্প। একটি পরিবারে অনেক গল্প থাকে। জটিলতা কিংবা সরলতা থাকে। আবার থাকে ক্ষমতা বা লোভ, যা মানুষকে মানবিকতা থেকে দূরে ঠেলে দেয়। আবার বাপ-দাদার পাপের জন্য পরবর্তী প্রজন্মের কাঁধে অনেক কিছু ভর করে। এমনই একটি গল্প 'গুলমোহর'। তবে শেষ একটি ভিন্ন বার্তা আছে।

সবশেষে তিনি বলেন, গুলমোহরে কাজ করা আমার অভিনয়জীবনের দারুণ জার্নি। রেহেনুমা চরিত্রটি থেকে বের হতে সময় লেগেছে। দর্শকদের বলব, গুলমোহর দেখুন, চমৎকার একটি গল্প পাবেন।

Comments

The Daily Star  | English

Govt looking to defuse trade tensions with India

Bangladesh does not want any further escalation in tension with India, as the recent retaliatory moves are affecting bilateral trade

9h ago