‘দর্শকরা যেমন আমাকে মিস করেন, আমিও তাদের মিস করি’

চাঁদনী। ছবি: সংগৃহীত

'দুখাই' সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন টিভি অভিনেত্রী চাঁদনী। 

এছাড়া, 'লালসালু' ও 'জয়যাত্রা' সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বেশ আগেই। 

তার অভিনীত অনেক নাটক দর্শকদের ভালোবাসা পেয়েছে। এখন অবশ্য অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে, অভিনয় একেবারে ছেড়ে দেননি।

দীর্ঘ বিরতির পর আজিজুল হাকিমের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছেন সম্প্রতি। 

নাটকের নাম 'তুমি আমি ও সে', লিখেছেন জিনাত হাকিম। শিগগির প্রচারিত হবে নাটকটি। 

নতুন করে অভিনয়ের ফেরার গল্প জানতে চাইলে চাঁদনী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজিজুল হাকিম ভাই ও জিনাত হাকিম ভাবী দুজনই খুব ভালো মানুষ। দুজনই খুব গোছানো। তাদের কাছ থেকে প্রস্তাব পাই, গল্পটিও ভালো লেগে যায়। এরপর শুটিং করি।'

পরিচালক আজিজুল হাকিমকে নিয়ে তিনি বলেন, 'উনি শুধু বড় মাপের অভিনেতা নন, খুব ভালো একজন পরিচালকও।'

নতুন নাটকের সহশিল্পী সজল সম্পর্কে চাঁদনী বলেন, 'সজল আমার অনেক দিনের বন্ধু ও সহশিল্পী। আমরা আগেও একসঙ্গে কাজ করেছি। এখনো ভালো যোগাযোগ আছে। নতুন কাজে সহশিল্পী হিসেবে বন্ধুকে পেয়ে বেশ ভালো লেগেছে।'

একটা সময় অনেক কাজ করেছেন এই শিল্পী। সেই দিনগুলো মিস করেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অবশ্যই মিস করি। প্রচুর শুটিং করেছি একসময়। দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। একই পরিবার ছিলাম আমরা। মিস তো করিই।'

'এখনো যেখানেই যাই সবাই সম্মান করেন। বারবার বলেন, কেন নিয়মিত কাজ করছি না। কেন বেশি বেশি কাজ করছি না। নিয়মিত পর্দায় দেখতে চান। আগের করা অনেক কাজ নিয়ে কথা বলেন, প্রশংসাও করেন,' বলেন তিনি।

'সত্যি কথা বলতে, দর্শকরা যেমন আমাকে মিস করেন, আমিও তাদের মিস করি,' যোগ করেন চাঁদনী।

নিয়মিত অভিনয় করবেন কিনা? জবাবে বললেন, 'সম্ভব হবে না। আমি একটি স্কুলে শিক্ষকতা করছি। সেখানে সময় দিতে হয়। শুক্র-শনিবার হলে শুটিং করতে পারব। তাছাড়া, গল্প পছন্দ হতে হবে, তাহলেই কাজ করব। তবে, অভিনয় করব না, তা কিন্তু বলছি না।'

তিনি আরও বলেন, 'নাটক বা ওটিটি দুই মাধ্যমেই কাজ করতে চাই। কিন্ত, ভালো কাজ হতে হবে, মনের মতো গল্প হতে হবে।'

চাঁদনীর শুরু নাচ দিয়ে। অভিনয়ে অনিয়মিত হলেও এখনো নাচে সরব তিনি। জানালেন, একটি ইংলিশ মিডিয়াম স্কুলে নাচের শিক্ষক হিসেবে আছেন বেশ কিছুদিন ধরে।

চাদনী বলেন, 'শিক্ষকতা পেশাটা উপভোগ করছি। খুব ভালো লাগে। শিক্ষার্থীরা খুব সম্মান করে। আমিও তৃপ্তি পাই।'

তিনি বলেন, 'আমি অনেক বছর ধরে শোবিজে কাজ করছি। সমাজে সেলিব্রেটি হিসেবে পরিচিতি আছে। এজন্য আমার ছাত্ররা গর্ববোধ  করে। ওদের ভালোবাসা আমার কাছে অনেক কিছু।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নাচ অনেক ভালোবাসি। সারাজীবন  নাচ করে যেতে চাই।'

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed in Pakistan, 3 in India; US, UN sound alarm

6h ago