কিছুদিন ‘দাগি’র ভেতর বসবাস করতে চাই: তমা মীর্জা

সময়ের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হয়
তমা মির্জা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

ক্যারিয়ারে সুসময় পার করছেন তমা মীর্জা। 'দাগি' মুক্তির পর ছুটছেন হল থেকে হলে। যেখানেই যাচ্ছেন দর্শকদের প্রশংসা পাচ্ছেন। প্রশংসা যেমন পাচ্ছেন, 'দাগি' সিনেমার জন্যও সবার কাছ থেকে দারুণ ভালোবাসাও পাচ্ছেন।

ঈদের দিন মুক্তি পেয়েছে 'দাগি'। আগামীকাল রোববার পর্যন্ত সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে।

দ্য ডেইলি স্টারকে তমা মীর্জা বলেন, 'দাগি' সিনেমা খুব ভালো যাচ্ছে। দর্শকরা গ্রহণ করেছেন। তাদের ভালোবাসাটাই বড় কিছু। এখন পর্যন্ত খুবই ভালো যাচ্ছে। আগামী রোববার পর্যন্ত হাউসফুল যাবে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত চার থেকে পাঁচটি হলে গিয়েছি। আমি ও নিশো ভাই একসঙ্গে গিয়েছি। যেসব হলে হলে গিয়েছি, দর্শকদের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। দর্শকরা বারবার করে বলেছেন 'দাগি' সিনেমা খুবই ভালো হয়েছে। সবাই অনেক পছন্দ করেছেন।

এক প্রশ্নের জবাবে তমা মীর্জা বলেন, 'দাগি' সিনেমায় আমার চরিত্রের নাম জেরিন। নিশো ভাইয়ার চরিত্রের নাম নিশান। দর্শকরা নিশান-জেরিন বলে চিৎকার করেছেন। এই চিৎকার আনন্দের।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

'দাগি' কি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আমরা সবসময় বলে আসছি, 'দাগি' পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। মুক্তির পর সেটি আরও ভালোভাবে প্রমাণিত হলো। কেননা, পরিবার নিয়ে অনেক দর্শকরা 'দাগি' দেখছেন। তরুণরা যেমন দেখছেন, বয়স্করাও দেখছেন। এসব অবশ্যই ভালো লাগছে।

'মুক্তির পর হলে গিয়ে দুইবার দাগি দেখেছি। হলে বসে দর্শকদের উচ্ছ্বাস দেখে ভালো লেগেছে। আমার নিজের কাছেও দাগি খুব ভালো লেগেছে', বলেন তিনি।

তমা মীর্জা 'দাগি' সিনেমায় তার অভিনয় প্রসঙ্গে বলেন, পরিচালক শিহাব শাহীন বলেছেন এটা আমার ক্যারিয়ারের বেস্ট অভিনয়। অভিনয়শিল্পী মনিরা মিঠু আপা বলেছেন এটা আমার সেরা অভিনয়। আরও অনেকেই বলেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।

কথায় কথায় তমা মীর্জা বলেন, দাগি সিনেমার গান, গল্প, নিখুঁত পরিচালনাসহ সব দর্শকরা যেভাবে গ্রহণ করেছেন, সেখানেই আমাদের সার্থকতা। আমরা সার্থক। পরিশ্রম কাজ দিয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তমা মির্জা, রায়হান রাফী, সুড়ঙ্গ, আফরান নিশো,
তমা মির্জা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

আফরান নিশো ও তমা মীর্জা জুটি বিষয়ে আপনার বক্তব্য কী, প্রশ্নের জবাবে তিনি বলেন, হলে গিয়ে দেখেছি অনেকের মুখে মুখে নিশান-জেরিন। এটা খুব ভালো লেগেছে। আমাদের জুটিটা দর্শকরা গ্রহণ করেছেন। জুটি হিসেবে সবার পছন্দ হয়েছে। সবাই বলছেন সুড়ঙ্গের পর দাগি সিনেমায় আমাদের জুটি অনেক ভালো করেছে।

এখনকার স্বপ্ন কী, জানতে চাইলে তমা মীর্জা বলেন, চরিত্র ও গল্পটাকে প্রাধান্য দেবো। যেন সবাই বলে একটি সিনেমার থেকে অপরটি ভিন্ন। অনেকদিন যেন সবার মনে গেঁথে থাকে চরিত্রটি। আগামীতে আরও ব্যতিক্রমী কিছু করতে চাই।

'দাগি' সিনেমার জেরিন চরিত্র নিয়ে তিনি বলেন, এমন চরিত্র পাওয়া ভাগ্য। অনেক শিল্পী এমন চরিত্র পায় না। জেরিন চরিত্রের জন্য সবার ভালোবাসা পাচ্ছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি।

এখনকার ভাবনা কী, প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দাগি' নিয়েই এখনকার সব ভাবনা। কিছুদিন 'দাগি'র ভেতর বসবাস করতে চাই।

Comments

The Daily Star  | English

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago