রহস্য বাড়ল জংলি সিনেমার দ্বিতীয় পোস্টারে

জংলি সিনেমার প্রথম পোস্টারে ভয়ংকর রূপে দেখা দিয়েছিলেন সিয়াম। এবার দ্বিতীয় পোস্টারে নতুন লুকে দেখা দিলেন তিনি। রহস্য আরো বাড়িয়ে দিলেন দর্শকদের জন্য।
পোস্টারটি আজ রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সিয়াম লিখেছেন, 'আমি আছি জনির সঙ্গে। জংলির সঙ্গে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সঙ্গে পরিচিত হওয়ার পালা। জনি আসছে জংলি নিয়ে এই ঈদুল ফিতরে।'
সিনেমাটির পরিচালক এম রাহিম বললেন, 'জংলি গত বছর ঈদে মুক্তির কথা থাকলেও কাজ শেষ করতে না পারায় মুক্তি দিতে পারিনি। কারণ আমরা আমাদের কাজটাকে সর্বোচ্চ মানের করতে চেয়েছি। পুরোপুরি উৎসবে মুক্তি দেওয়ার মতো করেই ছবিটি নির্মাণ করা হয়েছে। এই সিনেমায় অ্যাকশন, রোমান্স ও পারিবারিক গল্প সবই থাকবে। দর্শক একটি সিক্যুয়েন্সের জন্যেও পর্দা থেকে চোখ ফেরাতে পারবে না। '
জংলি সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু । সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।
Comments