‘চাচা হেনা কোথায়?’ আলোচনার মধ্যেই নতুন খবর বাপ্পারাজের

বাপ্পারাজ অভিনীত ৩০ বছর আগে মুক্তি পাওয়া 'প্রেমের সমাধি' সিনেমায় 'চাচা হেনা কোথায়?' সংলাপ আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার মধ্যেই বাপ্পারাজ নতুন একটি ওয়েব কনটেন্ট 'রক্তঋণ'এর খবর জানালেন।
এটি পরিচালনা করছেন মোস্তফা খান সিহান। সেখানে অ্যাকশন চরিত্রে দেখা যাবে বাপ্পারাজকে। একটি ক্যারেক্টার টিজার পোস্ট করে সেই ইঙ্গিত দিয়েছেন বাপ্পারাজ।
পোস্টে তিনি বলছেন, 'অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।'
সবশেষ বাপ্পারাজকে ২০১৮ সালে রায়হান রাফী পরিচালিত 'পোড়ামন ২' সিনেমায় দেখা গিয়েছিল।
বাপ্পারাজ বলেন, 'আমার কাছে সিনেমার প্রস্তাব আসে কিন্তু একই ধরনের চরিত্র করতে ইচ্ছা করে না। সেই কারণে বেশি কাজ করি না। আর কিছু চরিত্র আসে, এই বয়সে সেসব চরিত্র করা যায় না। কয়েকটি ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছি। সেগুলো আমার পক্ষে করা সম্ভব হয় না। তবে ক্যামেরা মিস করি।'
Comments