জন্মদিনে ফারিণের নতুন সিনেমার ঘোষণা

সিনেমার প্রকাশিত পোস্টার। ছবি: সংগৃহীত

জন্মদিনে নিজের অভিনীত দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলেন তাসনিয়া ফারিণ। 

সিনেমার নাম 'ইনসাফ', সঞ্জয় সমদ্দার পরিচালিত তার সঙ্গে জুটি হিসেবে থাকছেন শরিফুল রাজ। 

এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। জন্মদিনে একটি পোস্টার প্রকাশ করেছেন ফারিণ। 

অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা 'ইনসাফ'র শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে।

তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা 'ফাতিমা'। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। 

এছাড়া কলকাতায় 'আরও এক পৃথিবী' নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন ফারিণ, যার পরিচালক ছিলেন অতনু ঘোষ। 

Comments