নিজের লেখা কবিতায় বিয়ের কথা জানালেন তাহসান
যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এক ঘরোয়া আয়োজনে হয়েছে এই বিয়ের অনুষ্ঠান।
আজ শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের লেখা এক কবিতার মাধ্যমে ভক্তদের এ খবর জানান তাহসান।
তিনি লিখেন, 'কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?'
একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেখানে রূপসজ্জার প্রতিষ্ঠান রোজা'স ব্রাইডাল মেকওভার গড়ে তোলেন।
এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। এই খাতের প্রশিক্ষক হিসেবে নারীদের প্রশিক্ষণ দেওয়া ও উদ্যোক্তাদের সাহায্য করার অভিজ্ঞতাও আছে রোজার।
Comments