২০২৪: বলিউডের আলোচিত যত বিয়ে

বলিউডের বিয়ে
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিয়ে। ছবি: সংগৃহীত

২০২৪ সালে বলিউডের একাধিক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। এরমধ্যে কয়েকজন তারকা রাজকীয় আয়োজনে বিয়ে করে শোরগোল ফেলেছিলেন গোটা দুনিয়ায়। ভারতীয় শোবিজে আলোচিত বিয়েগুলো নিয়ে এই আয়োজন।

রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানি

রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানি। ছবি: সংগৃহীত

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিয়ে করেন রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি। এদিন বেশ জমকালো আয়োজনেই গোয়াতে বসেছিল তাদের বিয়ের আসর। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোচুরি করেননি তারা। ২০২২ সালে অভিনেত্রীর জন্মদিনে জ্যাকির সঙ্গে প্রেমের সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন তারা।

তাপসী পান্নু-ম্যাথিয়াস

তাপসী পান্নু-ম্যাথিয়াস। ছবি: সংগৃহীত

এই বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন তাপসী পান্নু। রাজস্থানের উদয়পুরে ২৩ মার্চ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। অনুরাগ কাশ্যপ, কনিকা ধিলোন এবং পাভেল গুলাটির মতো তারকারাও উপস্থিত ছিলেন। 

সোনাক্ষী সিনহা-জহির ইকবাল

সোনাক্ষী সিনহা-জহির ইকবাল। ছবি: সংগৃহীত

চমকে ভরা ছিল সোনাক্ষী ও জহির ইকবালের বিয়ে। চলতি বছরের ২৩ জুন বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তাদের বাসভবনে প্রিয়জনের উপস্থিতিতে বিয়ে করেন তারা।

অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ

অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিয়ে নিয়ে বহু দিন ধরে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ১৬ সেপ্টেম্বর বিয়ে করেন তারা। বিয়ের আসর বসেছিল রাজস্থানের ২৩৩ বছরের পুরনো আলিলা দুর্গে।

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। ছবি: সংগৃহীত

এই বছরে ভারতের সবচেয়ে আলোচিত বিয়ে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। বলিউডের বিয়ে না হলেও এই বিয়েতে বলিউড তারকাদের উপস্থিতি অন্য যেকোনো বিয়ের চেয়ে বেশি ছিল। যেন বলিউডেরই কোনো অনুষ্ঠান। ১২ জুলাই মুম্বাইয়ে হিন্দু রীতি মেনে গাঁটছড়া বাঁধেন তারা। তবে এর আগে দুবার বসেছিল তাদের প্রাক-বিয়ের জাঁকজমক আসরও। তাদের বিয়ের জাঁকজমকে অবাক হয়েছে সারা বিশ্বের বহু মানুষ। বলিউডের পাশাপাশি হলিউড-কলকাতার তারকারাও ছিলেন। পাশাপাশি বিশ্বখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাণিজ্য জগতের অনেকেই ছিলেন।

Comments

The Daily Star  | English

Migration saw 22pc drop last year: report

A total of 1,011,856 people went abroad, a decrease of 293,597 compared to 1,305,856 people in 2023, according to BMET.

39m ago