ধানমণ্ডি ৩২ এ প্রদীপ প্রজ্বালন, রোকেয়া প্রাচীর ওপর হামলা

রোকেয়া প্রাচী। ছবি: সংগৃহীত

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুধবার সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ৩২ নম্বরের বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল।

আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে রোকেয়া প্রাচী বলেন, 'হোক সকল হত্যার, সকল নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।'

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস উপলক্ষে তিনিসহ বঙ্গবন্ধুপ্রেমি আরও কয়েকজন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের আয়োজন করেন।

এই আয়োজনে উপস্থিত সবার ওপরে হামলা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান রোকেয়া প্রাচী।

তিনি বলেন, 'সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমাদের ওপর হঠাৎ করে অতর্কিত হামলা হয়। আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছিলাম, কিন্তু আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে প্রচণ্ড মারধর করা হয়।'

তাকে টার্গেট করেই এই হামলা হয়েছে বলে জানান রোকেয়া প্রাচী।

কান্না বিজড়িত কণ্ঠে এই অভিনেত্রী বলেন, 'তারা আমার জন্য এসেছিল। তাদের প্রত্যেককে শিক্ষিত বলে মনে হয়েছে, তারা পরিমার্জিত ভাষায় কথা বলছিল। তাদের আচরণ থেকে, আমার মনে হয়েছে যে তারা সাধারণ অপরাধী নয়।'

এর আগে রোববার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানানোর জন্য জাতির প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু, স্বাধীনতার চেতনা এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্যও দোয়া চেয়েছেন।

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

The deceased, 32-year-old Saiful Islam, is a member of Chattogram District Bar Association

1h ago