বাংলাদেশের সিনেমায় আবার ঋতুপর্ণা

রাশিদ পলাশের সিনেমায় অভিনয় করবেন ঋতুপর্ণা । ছবি: সংগৃহীত
রাশিদ পলাশের সিনেমায় অভিনয় করবেন ঋতুপর্ণা । ছবি: সংগৃহীত

একটি নতুন বাংলাদেশি সিনেমায় অভিনয় করবেন ভারতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রাশিদ পলাশ পরিচালিত এই চলচ্চিত্রের নাম 'তরী'।

রাশিদ পলাশ বলেন, 'ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি আমাদের চলচ্চিত্রে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর মধ্যে আমরা ঋতুপর্ণার সঙ্গে আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিক করে ফেলব।'

Rituparna Sengupta
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'এরই মধ্যে ছবিটির কিছু অংশের শুটিং হয়েছে রাজশাহীতে। বাকী অংশের শুটিং আগামী সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত শুটিংয়ের জন্য সেপ্টেম্বর নাগাদ ঢাকায় আসবেন। এই সিনেমায় ঋতুপর্ণাকে এক্সট্রা আর্টিস্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।'

ছবির অন্যান্য চরিত্রের অভিনেতাদের নাম এখনই প্রকাশ করতে চান না নির্মাতা।

তবে শিগগিরই অন্য শিল্পীদের নাম ঘোষণা করবেন তিনি বলে জানিয়েছেন।

ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত
ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

'তরী' সিনেমার গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। পুণ্য ফিল্মসের ব্যানার নির্মিতব্য সিনেমাটি চলতি বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

গত ঈদে মুক্তি পেয়েছে  রাশিদ পলাশ পরিচালিত সিনেমা 'ময়ূরাক্ষী'। 

'রঙবাজার' নামে তার আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

2h ago