হত্যা মামলায় গ্রেপ্তার কন্নড় অভিনেতা দর্শন

ছবি: সংগৃহীত

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপাকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। নাটকীয় এক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হয়ে গত ১০ দিন ধরে তিনি কারাগারে রয়েছেন।

এ ঘটনায় অভিনেত্রী পবিত্রা গৌড়াও গ্রেপ্তার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমে পবিত্রাকে দর্শনের প্রেমিকা হিসেবে উল্লেখ.করা হয়েছে। 

বিবিসি জানায়, রেণুকাস্বামী নামে এক ব্যক্তির হত্যাকাণ্ডের সঙ্গে দর্শনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। ড্রেন থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় মোট ১৭ জন অভিযুক্ত হয়েছেন। 

পুলিশ বলছে, রেণুকাস্বামীর বয়স ৩৩। তিনি অভিনেতা দর্শনের একজন ভক্ত। ইনস্টাগ্রামে পবিত্রাকে অবমাননা করে মেসেজ পাঠিয়েছিলেন রেণুকা। এর জেরেই তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

২০০৩ সাল থেকে বিজয়লক্ষ্মীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ দর্শন। তাদের এক পুত্রসন্তানও রয়েছে।

এই সপ্তাহের শুরুতে বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানান, দোকানকর্মী রেনুকাস্বামীকে 'খুব নৃশংস ও বর্বরভাবে হত্যা করা হয়েছে'। 

এ ঘটনায় গত ১১ জুন মাইসুরুর ফার্মহাউস থেকে দর্শনকে আটক করে বেঙ্গালুরুতে নিয়ে যায় পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে খুন, ​​অপহরণ, অপরাধের প্রমাণ ধ্বংস ও ষড়যন্ত্র।

অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি দর্শন। তবে তার আইনজীবী  রঙ্গনাথ রেড্ডি জানান, এ অভিযোগ ভিত্তিহীন। 

বিবিসিকে তিনি বলেন, 'এই মুহূর্তে এগুলো নিছক অনুমান। দর্শনের বিরুদ্ধে পুলিশের কাছে সরাসরি কোনো প্রমাণ নেই। পবিত্রার সঙ্গে দর্শনের বিয়ের তথ্য সত্য নয়।'

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি আয় করা তারকা হিসেবে বিবেচিত দর্শন থুগুদীপা প্রায় ৬০টি ছবিতে অভিনয় করেছেন। 

কন্নড় চলচ্চিত্র প্রযোজক যোগীশ দ্বারকিশ বলেন 'দর্শন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা। তার সিনেমা ৪০০টি হলের ৬০০ থেকে ৭০০ স্ক্রিনে মুক্তি পায়। তার ভক্তরা তাকে পূজা করে। তার সর্বশেষ সিনেমা 'কাটেরা' ১ বিলিয়ন রুপি আয় করেছে এবং এটি সুপারহিট হয়েছিল।'

একেকটি চরিত্রের জন্য দর্শন ২০০ থেকে ২৫০ মিলিয়ন রুপি নেন বলে জানা গেছে।  

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। দর্শনের ব্যক্তিগত জীবনও সামনে এনেছে কয়েকটি চ্যানেল। স্ত্রী বিজয়লক্ষ্মীর সঙ্গে তার কলহ এবং পবিত্র গৌড়ার সঙ্গে প্রেম নিয়েও চর্চা চলছে।

পবিত্রার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত জানুয়ারিতে একটি পোস্ট করা হয়েছিল যেখানে দর্শনের সাথে তার ১০ বছরের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। সেই পোস্টটিও নতুন করে ভাইরাল হয়েছে।

দর্শন থুগুদীপা জনপ্রিয় খল অভিনেতা শ্রীনিবাস থুগুদীপার ছেলে। তিনি ১৯৭০-এর দশকে ব্যাপক জনপ্রিয় ছিলেন। 

এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন দর্শন। ২০১১ সালে তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন স্ত্রী বিজয়লক্ষ্মী। এ মামলায় চার সপ্তাহ কারাগারে ছিলেন তিনি। 

সেসময় বিজয়লক্ষ্মীর অভিযোগ ছিল, দর্শন তাকে নির্যাতন করেছে, রিভলবার ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে এবং সিগারেটের আগুন দিয়ে  ছ্যাঁকা দিয়েছে। তার শরীরে কিছু ক্ষতচিহ্নও দেখা যায়।

তবে এ ঘটনার পরেও ভক্তরা দর্শনকে সমর্থন জানায়। তিনি কারাগারে থাকাকালীন 'সারথি' ছবিটি মুক্তি পায়, সেটি ব্যাপক ব্যবসাসফল হয়েছিল।

পরে  তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয় বিজয়লক্ষ্মী। কেউ কেউ বলেন, ইন্ডাস্ট্রির মধ্যস্থতায় বিজয়লক্ষ্মীর সঙ্গে এক ধরনের চুক্তি হয়েছিল।

কারাগার থেকে বের হয়ে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছিলেন দর্শন থুগুদীপা।

 

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

5h ago