সমাঝোতায় অপূর্ব-আলফা আই

ছবি: সংগৃহীত

অভিযোগ আনার মাত্র দুদিনের মধ্যেই ট্যালিপ্যাব (টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এবং অভিনয়শিল্পী সংঘের যৌথ উদ্যোগে সমাঝোতায় আসলেন টেলিভিশন নাটকের দর্শকনন্দিত অভিনেতা অপূর্ব ও প্রযোজক শাহরিয়ার শাকিল।

গতকাল ১৬ এপ্রিল রাতে টেলিপ্যাবের সভাপতি মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এবং অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এর সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানের উদ্যোগে সমাঝোতার টেবিলে বসেন অপূর্ব ও শাকিল।

ছয় জনের দীর্ঘ বৈঠক ও পর্যালোচনা শেষে পুরো বিষয়টির সমাধান হয়। শেষে ছয়জনের সইসহ একটি বিবৃতি প্রকাশ করা হয়।

লিখিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস এর মধ্যকার সংঘটিত কাজের চুক্তি বিষয়ক যে জটিলতা তৈরি হয়েছিল, তাতে উভয়পক্ষই প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এর কাছে অভিযোগ দিয়েছেন। এই প্রেক্ষিতে আজ (১৬ মার্চ) টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে দু'পক্ষের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় সবার কাছে এটাই প্রতীয়মান হয় যে, চুক্তি মোতাবেক উভয় পক্ষই পরিপূর্ণভাবে কার্য সম্পাদন করেননি। চুক্তি অনুযায়ী জিয়াউল ফারুক অপূর্ব নয়টি নাটকে অভিনয় করেছেন। এবং বাকি নাটকগুলো উভয় পক্ষই আর না করবার বিষয়ে একমত হয়েছেন। সেক্ষেত্রে অভিনয়শিল্পী অপূর্বকে প্রদান করা বাকি যে নাটক বাবদ অগ্রিম অর্থ দেয়া হয়েছে, তা উভয়পক্ষ সমন্বয় করে নেবেন।

এর আগে টেলিভিশনের দর্শকনন্দিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে চুক্তিভঙ্গ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ আনে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

প্রতিষ্ঠানটির অভিযোগ, অপূর্ব ২৪টি নাটকের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে মাত্র ৯টি নাটকে কাজ করে ৩৩ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ থেকে বিরত আছেন। এতে করে প্রযোজনা প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে।

গত ৩ মার্চ অভিনেতার বিরুদ্ধে ৭ দিনের সময় দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছিল এই প্রযোজনা প্রতিষ্ঠান। পরে এ বিষয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘে লিখিত অভিযোগ করেছেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)।

Comments

The Daily Star  | English

Nationwide water transport strike disrupts cargo movement

Around 800 cargo vessels with 15 lakh tonnes of goods stranded across the country

50m ago