বাংলাদেশের গান আড্ডায় কলকাতার স্বস্তিকা

তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডার জন্য এসেছিলেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়ে।
ছবি: সংগৃহীত

কলকাতার দর্শকনন্দিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী বাংলাদেশে এসেছেন। গতকাল ২০ জানুয়ারি গানবাংলা টেলিভিশন ও টিএম অফিসে যান এই অভিনেত্রী।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক তাপসের সঙ্গে পিয়ানোতে তাল মিলিয়ে গান গেয়েছেন তিনি। সেই গান আড্ডায় রবীন্দ্রসংগীত 'না নাগো না', 'ভাবনা করো না', 'যদি বা নিশি যায়', 'যাবো না, যাবো না'সহ কয়েকটি গান করেছেন স্বস্তিকা।

এর আগেও রবীন্দ্রনাথের একাধিক গান কণ্ঠে তুলেছিলেন তিনি। গেয়েছেন কয়েকটি চলচ্চিত্রেও।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানানো হয়েছে।

টিএম সূত্রে জানা গেছে, তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডার জন্য এসেছিলেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়ে।

Comments