গত ডিসেম্বরে বিয়ে করেছি: লিজা
গত বছরের ডিসেম্বর মাসে বিয়ে করেছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। তার বরের নাম সবুজ খন্দকার।
যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয়েছিল লিজার। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন তারা।
লিজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত বছরের ডিসেম্বরে আমরা বিয়ে করেছি। যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে আমাদের পরিচয় হয়। পরিবারের সম্মতি ও উপস্থিতিতে আমাদের বিয়ে হয়েছে। আগামী বছর এক অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চেয়েছিলাম। আমাদের জন্য দোয়া করবেন।'
২০০৮ সালে 'ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে 'এক বৃষ্টিতে', 'প্রাণ জুড়ে', 'এক যমুনা', 'আসমানী', 'তুমিহীনা'।
Comments