সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনাল আগামীকাল রাতে

সেলেব্রিটি ক্রিকেট লীগ ২০২৩ এর বাকি খেলা আগামীকাল ১৭ অক্টোবর হবে এবং রাতেই ফাইনাল খেলা হবে।
সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নিচ্ছেন বিনোদন জগতের তারকারা। ছবি: সংগৃহীত

স্থগিত হয়ে যাওয়া সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনাল খেলা আগামীকাল মঙ্গলবার রাতে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

আয়োজকদের পক্ষ থেকে অর্নীল হাসান রাব্বি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিনোদন জগতের তারকা ও কলাকুশলীরা মোট ৮টি দলে ভাগ হয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়েছেন। প্রতি দলে আছেন ১৮ জন তারকা।

দলগুলোর নেতৃত্বে আছেন-গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। 

গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাময়িকভাবে স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লিগ। পরে জানানো হয় ১৫ থেকে ২০ অক্টোবরে মধ্যে বাকি খেলা অনুষ্ঠিত হবে।

অর্নীল হাসান রাব্বি বলেন, 'আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সেলেব্রিটি ক্রিকেট লীগ ২০২৩ এর বাকি খেলা আগামীকাল ১৭ অক্টোবর হবে এবং রাতেই ফাইনাল খেলা হবে।'  

'ঠিক যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই খেলা। যারা বিশৃঙ্খলা করেছিল তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজকরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে,' বলেন তিনি।

 

Comments