বিয়ে করলেন ফারিণ

স্বামীর সঙ্গে তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামীর নাম শেখ রেজওয়ান। ৮ বছরের বেশি সময়ের সম্পর্ককে পরিণয় দিলেন তারা।

আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ফারিণ নিজেই।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, সাড়ে ৮ বছরের প্রেম, বন্ধুত্ব ও একত্রে পথচলা; অবশেষে ১১ আগস্ট ২০২৩ এ তা আনুষ্ঠানিক হলো।

তিনি আরও লিখেছেন, আমার কাজের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সবসময় আমাকে অনুপ্রাণিত করেছো এবং আমাকে সমর্থন জুগিয়েছো। আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে। এটা এখনো অবাস্তব মনে হয় যে আমি এমন স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন লালন করব।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

54m ago