বদ্ধ সময়ের গল্প ‘পাতালঘর’

পরিচালক নূর ইমরান মিঠু বলেন, ‘একটা বদ্ধ সময়ের গল্প বলতে চেয়েছি। একটা প্রতিকূল সময় মানুষকে কতটা দ্বন্দ্বে ভোগায় এটা সেই গল্প।’
ছবি: সংগৃহীত

আজ ২৭ জুলাই মুক্তি পেল চরকি এক্সক্লুসিভ সিনেমা 'পাতালঘর'। সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেছেন নূর ইমরান মিঠু।

সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, আফসানা মিমি, মামুনুর রশীদ, নাসির উদ্দিন খান, রওনক হাসান, দীপান্বিতা মার্টিন, নাজিয়া হক অর্ষা, সালাউদ্দিন লাভলু, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু, মামুনুল হক, হাসনাত রিপন।

নুসরাত ফারিয়া বলেন, 'এমন সিনেমা আমি আগে কখনো করিনি। তাই কাজটার জন্য খুবই উৎসুক ছিলাম। স্ক্রিপ্ট দেখেই কাজ করার জন্য প্রেমে পড়ে যাই৷ আশা করি, দারুণ কিছু দেখবে দর্শকরা।'

ছবি: সংগৃহীত

পরিচালক নূর ইমরান মিঠু বলেন, 'একটা বদ্ধ সময়ের গল্প বলতে চেয়েছি। একটা প্রতিকূল সময় মানুষকে কতটা দ্বন্দ্বে ভোগায় এটা সেই গল্প। একটা মহামারি জীবন কীভাবে নাড়িয়ে দিতে পারে সেই ভাবনা থেকে এই সিনেমাটা বানানো। সব অভিনেতাই অসম্ভব সহযোগিতা করেছেন। এখন দর্শক সিনেমাটা দেখলেই আমাদের সার্থকতা।'

এরইমধ্যে 'পাতালঘর' সিনেমাটি ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে। গত বছর ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে প্রদর্শিত হয় এ সিনেমা। এ ছাড়া বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান বিভাগে প্রতিযোগিতা করে।

Comments