আফজাল হোসেনের ‘পাবনার ভাবনা’

আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

চিরসবুজ নায়ক হিসেবে পারিচিত একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন বেশ কয়েক বছর ধরে ঈদের জন্য ছোটকাকু সিরিজের নাটক পরিচালনা করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের জন্য তিনি এই সিরিজের একটি ৭ পর্বের নাটক পরিচালনা করছেন।

আগামীকাল সোমবার থেকে ওই নাটকের শুটিং শুরু হবে। নাটকটির নাম 'পাবনার ভাবনা'। পরিচালনার পাশাপাশি এতে ছোটকাকু চরিত্রে অভিনয়ও করবেন আফজাল হোসেন।

নতুন নাটক সম্পর্কে আফজাল হোসেন বলেন, 'প্রত্যেকবার আলাদা আলাদা গল্প নিয়ে নাটক পরিচালনা করি। এবারও নতুন একটি গল্প বেছে নিয়েছি। এবারের গল্প আরও ভিন্ন ও সুন্দর।'

তিনি আরও বলেন, 'এবারের গল্পের নাম পাবনার ভাবনা। এই সিরিজের প্রতি দর্শকদের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে ঈদের সময় দর্শকরা ছোটকাকু সিরিজের জন্য অপেক্ষা করেন। আমিও চেষ্টা করি ভালো একটি নাটক নির্মাণের জন্য।'

'পাবনার ভাবনা' নাটকে অভিনয় করছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, সমু চৌধুরী।

রাজধানীর অদূরে নাটকের শুটিং চলবে টানা কয়েক দিন। এবারের ঈদে চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে।

আফজাল হোসেন নতুন এই নাটক ছাড়াও নতুন একটি সিনেমা পরিচালনা করেছেন। 'মানিকের লাল কাঁকড়া' নামের সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।এটি তার পরিচালিত প্রথম সিনেমা। ফেরদৌস ও সোহানা সাবা জুটি হয়ে অভিনয় করেছেন এতে।

এদিকে আফজাল হোসেন কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাস 'যাপিত জীবন' অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন। এটি মুক্তির অপেক্ষায় আছে। সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় 'অপরাজেয়' নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি।

নাটক ও চলচ্চিত্রের বাইরে আফজাল হোসেন ওয়েব সিরিজে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন, আলোচিত হয়েছেন সুঅভিনয়ের জন্য। তার অভিনীত কয়েকটি প্রশংসিত ওয়েব সিরিজ হচ্ছে- লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, কারাগার, পেটকাটা ষ, বোধ।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

1h ago